RG Kar Case: রাজ্য কী ফের পড়বে প্রশ্নের মুখে? সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

RG Kar Case: গত ৯ আগস্ট আর জি কর(RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর উত্তাল রাজ্য। তদন্তে টালবাহানা, জুনিয়র চিকিৎসকদের(Junior Doctors) টানা আন্দোলন, অনশন সবমিলিয়ে বারংবার প্রশ্নের মুখে রাজ্য সরকারের ভূমিকা। এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্টে(Supreme Court) হতে চলেছে আর জি কর মামলার শুনানি। মঙ্গলবার দুপুর দুটো থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চে হবে এই শুনানি। আইনজীবী মহলের মতে, এদিনের শুনানিতে তদন্তের অগ্রগতি, জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা সহ সামগ্রিকভাবে জুনিয়র চিকিৎসকরা রোগীদের কোন কোন পরিষেবা দিচ্ছেন সেই প্রসঙ্গ উঠে আসতে পারে।

আজ সুপ্রিম কোর্টের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তদন্তের অগ্রগতির প্রসঙ্গ। এমনটাই মনে করছে আইনজীবী মহল। এর আগে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেখে বারবার বিস্ময় প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। জানিয়েছে, সিবিআই ক্রমেই বড় সত্য উদঘাটনের দিকে এগিয়ে চলেছে। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আরও সময় দেওয়া প্রয়োজন। ফলে আজ শীর্ষ আদালত সিবিআইয়ের থেকে ফের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইতে পারে।

আরও পড়ুনঃ সোনার মেয়ে রামনগরের তৃপ্তি, ন্যাশনাল জুডোতে পেল সোনার পদক

এরসঙ্গে সুপ্রিম কোর্টের কাছে অন্যতম প্রধান বিষয় হয়ে উঠতে পারে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু। কারণ এর আগে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বারবার দাবি করেছেন হাসপাতালগুলিতে কাজের পরিবেশ নেই। ফলে জুনিয়র চিকিৎসকরা ভয় পাচ্ছেন। তাদের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করা হোক। সেকারনেই জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে সুপ্রিম কোর্টে সেই প্রশ্নের মুখে পড়তে হতে পারে রাজ্যকে।

আরও পড়ুনঃ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে মারধর, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে

তবে শুধু যে সিবিআই বা রাজ্যই সুপ্রিম – প্রশ্নের মুখে পড়বে তা নয়। শীর্ষ আদালতের নজর থাকবে জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়েও। তারা সম্পূর্ণভাবে রোগী পরিষেবা দিচ্ছেন কিনা, তাদের টানা আন্দোলনের ফলে রোগীদের পরিষেবায় ব্যাঘাত ঘটছে কিনা সেই নিয়েও প্রশ্ন করতে পারে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ। সবমিলিয়ে আজ গোটা রাজ্য তথা দেশের নজর থাকবে সুপ্রিম কোর্টের শুনানির দিকে।