আর জি কর কাণ্ডে (RG Kar Case) সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার বিস্ফোরক দাবি করলেন আর জি কর হাসপাতালের এক নার্স। অভিশপ্ত রাতে হাসপাতালের এক জুনিয়র চিকিৎসক বাথরুমে রক্ত ধুয়েছিলেন বলে দাবি ওই নার্সের। আপাতত সেই জুনিয়র চিকিৎসক কে সেটাই বড় প্রশ্ন সিবিআইয়ের কাছে।
আর জি কর হাসপাতালের একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে, জুনিয়র চিকিৎসক বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তি অভিশপ্ত রাতে ছিলেন চেস্ট মেডিসিন ওয়ার্ডে। অন্যান্য সহকর্মীদের তিনি বলেছিলেন এক রোগীকে পিআরবিসি দেওয়ার সময় তার জামায় রক্তের দাগ লেগেছে। যে নার্স সিবিআইয়ের কাছে এই বিস্ফোরক দাবি করেছেন তার দাবি, তিনি এর আগে জুনিয়র চিকিৎসক বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে হাসপাতালে কোনদিন দেখেননি। এমনকি ওই নার্স আরও দাবি করেছেন ওই ব্যক্তিকে বারংবার নাম জিজ্ঞাসা করলেও বলতে রাজি হননি তিনি। নার্সের এই বয়ানের পর আর জি কর হাসপাতালকে ঘিরে রহস্য আরও বেড়েছে।
সূত্রের খবর, রাত ৯ টা নাগাদ প্রথম দেখা যায় জুনিয়র ডাক্তার পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে। তিনি খুব তাড়াহুড়োর সঙ্গে কিছু একটা খুঁজছিলেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন পিআরবিসি লাগবে এক রোগীর। এরপর তিনি কথাপ্রসঙ্গে বলে ফেলেন তিনি স্নান করবেন কারণ তার গায়ে রক্তের দাগ লেগেছে। জুনিয়র চিকিৎসক পরিচয় দেওয়া রহস্যময় ব্যক্তি আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত সিবিআই তদন্তকারীরা।