RG Kar Case: মামলা বানচালে ভুয়ো ওকালতনামা! বিস্ফোরক অভিযোগ বিকাশরঞ্জনের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

RG Kar Case: মঙ্গলবার আরজিকর কাণ্ডের(RG Kar Case) শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ঠিক তার আগেই বিস্ফোরক অভিযোগ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য(Bikash Ranjan Bhattacharya)। তিনি দাবি করেছেন, তার নাম করে শাসকদলের কেউ বা কারা ওই মৃতা চিকিৎসকের বাড়িতে গিয়ে ওকালতনামায় সই করাতে গিয়েছিল। যার ফলে এই মামলার মোড় ঘুরে যেতে পারত বলে দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রীওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার আরজিকর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছেন। যার ফলে এমনিতেই যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে তৃণমূল সরকার। পুলিশের বহু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। এরকম একটা পরিস্থিতিতে আরো ভয়ংকর অভিযোগ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘পরিকল্পনা করেই শাসকদলের পক্ষের কেউ এটা করতে গিয়েছিলেন। যদি সত্যিই ওকালতনাময় সই করিয়ে নিতে পারতেন, তাহলে সুপ্রিম কোর্টে হাজির হয়ে তারা স্বাভাবিকভাবেই বলতেন আমাদের কোনো দাবি নেই। সব ঠিক আছে। এটাই লক্ষ্য ছিল। আর কোনো কারণ নেই। তা না হলে আমার নাম করে গিয়ে নির্যাতিতার বাড়িতে ওকালতনামায় সই করে দিতে বলবে কেন? তাদের সন্দেহ হয়। ওনারা সই করেননি। খুবই নোংরা খেলা চলছে। আমাকে জানিয়েছেন ওনারা।’

আরও পড়ুনঃ অতিমারি কী ফিরে আসছে! ভয়ঙ্কর রোগ নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের

যদিও ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলার শুনানির জন্য দিল্লি পৌঁছে গিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই বিষয়টি নিয়ে জানিয়েছেন। সেখানে দাবি করেছেন, সুপ্রিম কোর্টে এদিন যে ওকালতনামা পেশ করা হবে, তাতে সই করাতে চাইছে কেউ বা কারা। তার কথায়, আমার দৃঢ় বিশ্বাস, এরা ছিলেন মমতা ভক্ত। আমার নাম করে ওকালতনামা বাগাতে পারলেই মমতার পক্ষে সওয়াল করতে পারতেন এরা। পাশাপাশি বিকাশ রঞ্জন এর দাবি, ‘যারা এই কাজ করতে গিয়েছিলেন, তাদের খুঁজে বের করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে’।