আরজি কর কাণ্ডে(RG Kar Case) সন্দীপ ঘোষকে(Sandip Ghosh)রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ম্যারাথন জেরা করছে সিবিআই(CBI)। প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করার পরে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর কান্ডে ভুরিভুরি অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্ট সরকারের এই পদক্ষেপ নিয়ে বহু প্রশ্ন তোলে।
এবার আরজি কর কান্ডের(RG Kar Case) প্রতিবাদ করার জেরে এক ধাক্কায় ৪৩ জন ডক্টরকে ট্রান্সফার(43 Docter’s Transfer) করেছে পশ্চিমবঙ্গ সরকারের সাস্থ দপ্তর। আর রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছে ইউনাইটেড ডক্টর ফোরাম অ্যাসোসিয়েশন। গতকাল আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপকে সিবিআই রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সিজিও কমপ্লেক্সে টানা জেরা করছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু, এলাকায় ক্ষোভ
এদিকে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তার, ইন্টার্ন থেকে শুরু করে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। এবার প্রতিবাদী চিকিৎসকদের এক ধাক্কায় বদলির নির্দেশিকা জারি হয়েছে। অভিযোগ উঠছে, যে সমস্ত চিকিৎসকরা প্রতিবাদ করছিলেন, তাদের মধ্য থেকে ৪৩ জনকে এক নির্দেশিকা জারি করে বদলি করে দেওয়া হয়েছে। যা নিয়ে চিকিৎসকদের সংগঠন ইতিমধ্যেই সরকারের নিন্দায় সরব হয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি সরকার চাইছেন আরজি কর কাণ্ডের(RG Kar Case) প্রতিবাদে আন্দোলন স্তব্ধ করে দিতে? প্রতিবাদীদের মুখ বন্ধ করতে? সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরকারের এই ধরনের সিদ্ধান্ত মোটেও ভালো চোখে দেখছেন না বলেই জানা যাচ্ছে।