Akhilesh Yadav: মমতার ‘আসল সম্পদ’ কী? ফাঁস করলেন অখিলেশ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: ইন্ডিয়া জোটের নেতা এবার এলেন ২১ শে জুলাই এর মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) আমন্ত্রণে এবার একুশের জুলাইয়ের মঞ্চে এসে উপস্থিত হন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব(Akhilesh Yadav)। এয়ারপোর্ট থেকে নেমে অখিলেশ যাদব সোজা চলে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখান থেকে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব এসে পৌঁছন একুশে জুলাই এর শহীদ দিবসের মঞ্চে। সেখানে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন।

অখিলেশ বলেন, আপনাদের দলের নেত্রী জীবন বাজি রেখে লড়াই করেছেন। আপনারা কর্মীরা তাকে সঙ্গ দিয়েছেন। ভবিষ্যতেও তার সঙ্গে থাকবেন। পাশাপাশি অখিলেশের সংযোজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসল সম্পদ রয়েছে। যা খুব সহজে পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কর্মীরা রয়েছেন, যারা দলের জন্য জীবন দিতে প্রস্তুত। যে কোনো রাজনৈতিক দলের কাছে এরকম কর্মী থাকা বিরাট ব্যাপার।

আরও পড়ুনঃ শক্তিগড়ের ল‍্যাংচার দোকানে হানা দিলো পুলিশ, যা পাওয়া গেল,একেবারে চমকে যাবেন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন অখিলেশ যাদব। বক্তব্যে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে একটি বড় নাম। তিনি জীবন বাজি রেখে লড়াই করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পায়ে প্লাস্টার নিয়ে লড়াই করে গিয়েছেন। তখন আমি বলেছিলাম এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন। আর বাস্তবে সেটাই হয়েছে।

এরপরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন অখিলেশ। তিনি বলেন, এই সরকার অল্পদিনের। খুব তাড়াতাড়ি কেন্দ্রের বিজেপি সরকার পড়ে যাবে। বাংলা বিজেপিকে হারিয়ে দিয়েছে, উত্তরপ্রদেশও বিজেপিকে হারিয়েছে। বাংলার সঙ্গে উত্তরপ্রদেশ আছে। দেশের সংবিধান বাঁচানোর জন্য ভবিষ্যতে লড়াইয়ের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে, আহ্বান জানান অখিলেশ যাদব।