Rachana Banerjee: ডিভিসি নাকি ‘কুইন্টাল কুইন্টাল’ জল ছেড়েছে! রচনার মন্তব্যে হাসির রোল সমাজমাধ্যমে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Rachana Banerjee: বুধবার বলাগরের বন্যা কবলিত এলাকা গুলি পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়(TMC MP Rachana Banerjee)। সেখানে দূর্গতদের সাথে দেখা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারকা সাংসদ দক্ষিণের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জন্য DVC কে দায়ী করে বলেন, কুইন্টাল কুইন্টাল জল(Quintal quintal water) বেরিয়ে আসছে। এরপর থেকেই অভিনেত্রীর কুইন্টাল প্রসঙ্গ ঘিরে দানা বেঁধেছে সমালোচনা। বিজেপির সাধারণ সম্পাদকের পর এবার রচনার কিউসেকের বদলে কুইন্টাল মন্তব্যেকে নিশানা করলেন রাজ্য বিজেপির(BJP) আরেক নেতা অনুপম হাজরা(Anupam Hazra)

কুইন্টাল’ প্রসঙ্গে তীব্র সমালোচিত রচনা
প্রথম থেকেই DVC-র ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হওয়া বন্যা পরিস্থিতিকে ‘ম্যান মেড’ আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথেই হাঁটলেন তৃণমূলের তারকা সাংসদ রচনাও। 25 তারিখ বলাগরের চাঁদরা, মিলনগর, ভাঙন সহ একাধিক বন্যা কবলিত এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

আর সেখানেই ক্যামেরার মুখোমুখি হয়ে ডিভিসিকে নিশানা করে অভিনেত্রী বলেন, “কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, বাড়িঘর কিচ্ছু নেই! রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন.. আর ওরা বলছে জানিয়ে পাঠিয়েছে”। রাজ্যের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এককের ভুল প্রয়োগ করে কুইন্টাল বলাতেই নিন্দা এবং সমালোচনা বিদ্ধ হয়েছেন হুগলির সাংসদ।

আরও পড়ুনঃ জীবনসঙ্গী খুঁজছেন? বিয়ের আগে এই বিষয় মাথায় রাখুন

তৃণমূল সাংসদের ‘কুইন্টাল’ প্রসঙ্গে অনুপমের পোস্ট
তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ভুল মন্তব্য এক প্রকার সমালোচনার জায়গা করে দিয়েছে বিরোধীদের। কাজেই সেই দৌড়ে পিছিয়ে নেই বিজেপি নেতৃত্ব। কিউসেকের বদলে কুইন্টাল ব্যবহারে রচনা কে কটাক্ষ করে ইতিমধ্যেই পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রচনার ভিডিওটি পোস্ট করে অনুপম লিখেছেন, “2-4 কেজি জল ছাড়লে ঠিক ছিলো কিন্তু DVC’র এরকম ‘কুইন্টাল কুইন্টাল’ জল ছাড়ার তিব্ব পোতিবাদ জানাচ্ছি….”। রচনা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করে বিজেপি নেতার এহেন মন্তব্য শোরগোল ফেলেছে গোটা নেট দুনিয়ায়।

2-4 কেজি জল ছাড়লে ঠিক ছিলো কিন্তু DVC’র এরকম ‘কুইন্টাল-কুইন্টাল’ জল ছাড়ার তিব্ব পোতিবাদ জানাচ্ছি….Posted by Anupam Hazra on Wednesday, September 25, 2024

প্রসঙ্গত, আগেই অভিনেত্রীর মন্তব্যের সমালোচনা করে পথ দেখিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক সুরেশ সাউ। ‘কুইন্টাল’ প্রসঙ্গে তার মন্তব্য, “মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজ়িয়ামে রাখা। সাংসদ বলছেন, কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে! জল কুইন্টালে কবে থেকে মাপা শুরু হল? ওনার ন্যূনতম জ্ঞান নেই। তাই ভুলভাল বকছেন। কপালে দুঃখ আছে হুগলির সাধারণ মানুষের।’’ এরপরই একই ঘটনাকে কেন্দ্র করে অনুপম হাজরার পোস্ট। সব মিলিয়ে, হুগলির তারকা সাংসদের ভুল মন্তব্য ঘিরে থেমে নেই রাজনৈতিক ব্যঙ্গ।