Recruitment Scam:নিয়োগ দুর্নীতির মাথা ধরতে ওএমআর শিটের খোঁজ, হাইকোর্টের নির্দেশে ময়দানে সিবিআই

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: নিয়োগ দুর্নীতির মাথা ধরাটাই একমাত্র চ্যালেঞ্জ এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইতিমধ্যেই চাকরি বিক্রির এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজ্যের মন্ত্রী, আমলা থেকে বিভিন্ন নেতা জেলবন্দী রয়েছে। এই নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআইকে স্পষ্ট ভাষায় নির্দেশ দেয়, ওএমআর শিট আর সার্ভার দুর্নীতির শেষ দেখার জন্য তাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ওএমআর শিট খুঁজে বের করতেই হবে। তাহলে এই নিয়োগ দুর্নীতির একেবারে মূল জায়গায় পৌঁছানো সহজ হয়ে যাবে। ২০১৪ সালের প্রাইমারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির (Primary Recruitment Scam) তদন্তে আদালতের নির্দেশে দায়িত্বভার নেয় সিবিআই। OMR শিটের নম্বর পরিবর্তন করে বহু ফেল করা পরীক্ষার্থীকে চাকরির সুযোগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ফলে এই ও এম আর শিট খুঁজে বের করাটাই এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে সিবিআই এর।

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আদালতে এই মামলায় আগে জানানো হয়, ও এম আর শিটের হার্ডডিস্ক তাদের কাছে নেই। তাদের কাছে ডিজিটাইজড ডেটা রয়েছে। সিবিআই এর আইনজীবী তখন আদালতে বলেন, আমরা ডিজিটাইজড ডেটা পেয়েছি। হার্ডডিস্ক বাজেয়াপ্ত করার আগেই ও এম আর শিটের আসল সমস্ত তথ্য নষ্ট করে দেওয়া হয়েছে। আর ডিজিটাইজড তথ্য সহজেই পরিবর্তন করা যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানান, মেটাডেটা মুছে ফেলা সম্ভব নয়। হার্ডডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডেটা থাকবে। ফলে CBI যদি সেই ডেটা দিতে ব্যর্থ হয় তাহলে বলতেই হবে, তদন্ত ভুল পথে চলছে। আর কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পরেই ও এম আর শিটের হার্ডডিস্ক এর খোঁজে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো শুরু করেছেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুনঃ বেপরোয়া গতিতে ছুটছিল বাস, মুখোমুখি ধাক্কা মারলো যাত্রীবাহী টোটোতে

মঙ্গলবার একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তারপরে ফের বুধবার দিনও ময়দানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে এই ওএমআর শিটের খোঁজ পেতে বুধবার সাদার্ন অ্যাভিনিউয়ের এস বসু রায় এন্ড কোম্পানির অফিসে হানা দেয় সিবিআই অফিসাররা। প্রসঙ্গত, এই এস বসু রায় এন্ড কোম্পানি প্রাথমিকের ও এম আর শিট বানানোর দায়িত্বে ছিল। ওই কোম্পানির অফিসের কোনো কম্পিউটারের হার্ডডিস্কে ও এম আর শিটের কোনো হার্ডকপি আছে কিনা তদন্তকারী আধিকারিকরা সেটাই মূলত খতিয়ে দেখেছেন। দুইজন সাইবার বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। বুধবার সকাল ১০ টা থেকেই এই সার্চ অভিযান শুরু করে দেয় সিবিআই। প্রাইমারির নিয়োগ দুর্নীতির মামলায় ও এম আর শিটের খোঁজ পেতে চাইছে সিবিআই। কিন্তু এখনো পর্যন্ত তা আদালতে জমা না দিতে পারায় কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ জারি করে। বিচারপতি জানিয়ে দেন, যত শীঘ্র সম্ভব ওএমআর শিটের তথ্য পেশ করতে হবে। আর তারপরেই সিবিআই অফিসাররা সঙ্গে সাইবার এক্সপার্টদের নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন।