বাজারে স্তব্ধ হচ্ছে আলুর (Potato) জোগান! আলু (Potato) ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে আতান্তরে পড়তে চলেছেন মধ্যবিত্তরা! ফের আলুর (Potato) দাম বৃদ্ধির আশঙ্কায় উত্তপ্ত হচ্ছে আমজনতার হেঁশেল। মেলেনি সমাধানসূত্র। রাজ্য সরকার সমস্যা সমাধানে পদক্ষেপ না নিলে লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা।
খোলা রয়েছে রাজ্যের হিমঘরগুলি। কিন্তু আলু বের করছেন না আলু ব্যবসায়ীরা। লাগাতার ধর্মঘটের জেরে ক্রমশ বাজারে জোগান কমছে আলুর। শাকসব্জির দাম এমনিতেই আগুন! এবার নতুন করে আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কায় প্রহর গুণছেন বাঙালি মধ্যবিত্ত। আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, আলু রফতানির বিষয়ে রাজ্য সরকার যতক্ষণ না সমাধানসূত্র বের করছে, ধর্মঘট চলবে।
আরও পড়ুনঃ বঙ্গ বিজেপিতে ডামাডোল
সম্প্রতি খোলা বাজারে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সব্জির অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব্জির দাম নিয়ন্ত্রণের জন্য সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। তারপর থেকেই রাজ্যের বাজারগুলিতে লাগাতার অভিযান চালাচ্ছে কৃষি বিপণন দফতর, টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট বিভাগ। চেষ্টা চলছে অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণের। তারই মাঝে
কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার, ২০ জুলাই বাঁকুড়ার জয়পুরের একটি বেসরকারি হোটেলে বৈঠকের পর কর্মবিরতির ঘোষণা করা হয় সমিতির তরফে।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বক্তব্য, তাঁদের তরফে কোনভাবেই আলুর দাম নিয়ন্ত্রণ করা হয়না। বাজারে আলুর চাহিদা ও জোগানের উপর আলুর দাম নির্ভর করে। কিন্তু আলুর দাম কমাতে কোনও রকম লিখিত নির্দেশ ছাড়াই রাজ্যের সীমান্তে রপ্তানিরত আলুর ট্রাকগুলি আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আলু ব্যবসায়ীদের। আলুর সরবরাহ বিঘ্নিত হওয়ায় অন্য রাজ্যের ব্যবসায়ীদের কাছ থেকে বকেয়া টাকা আদায় করা যাচ্ছে না বলেও অভিযোগ আলু ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।