বিক্রম ব্যানার্জী: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ(Protest) কর্মসূচি। এরই মধ্যে আজ অর্থাৎ সোমবার ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে পেট্রাপোল(petrapole) সীমান্তে বিক্ষোভ(Protest) প্রদর্শন করছেন রাজ্যের হিন্দু ধর্মাবলম্বীরা। সনাতনী ঐক্য পরিষদের ডাকে শয়ে শয়ে হিন্দু জড়ো হচ্ছেন ভারত-বাংলাদেশ সীমান্তে(petrapole)। হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর অত্যাচার ও আঘাতের প্রতিবাদে(Protest) গর্জে উঠেছেন সকলে।
সনাতনী ঐক্য পরিষদের ডাকা জমায়েতে অংশ নেবেন অখিল ভারতীয় সন্ত সমিতির প্রতিনিধীরাও। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা পেট্রাপোলের বিক্ষোভ কর্মসূচিতে শামিল হবেন বলেই খবর। যোগ দিতে পারেন সাধু সন্তরাও। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া নির্মম অত্যাচারের প্রতিবাদে দুই বাংলার সীমান্তে জড়ো হওয়া বিক্ষোভকারীদের বক্তব্য, শুধুমাত্র পেট্রাপোল সীমান্তে নয়, বাংলার বিভিন্ন প্রান্তে, প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশী হিন্দুদের ওপর হওয়া অত্যাচার বন্ধের দাবিতে এই বিক্ষোভ চলবে।
এদিকে ভারতে চিকিৎসার জন্য আসা বাংলাদেশীরা দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে ভারত বিরোধী স্লোগান। জামাত নামক এক সংগঠনের তরফে হিন্দু বিরোধী মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেই খবর। প্রতিমুহূর্তে সেদেশে আক্রান্ত হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।
বাংলাদেশ থেকে ভারত ফেরত এক মহিলা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি খুবই ভয়াবহ। আতঙ্কে ঘরে তালা বন্ধ করে বসে রয়েছেন অনেকেই। এদিকে রাজ্যের বেশ কিছু হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশীদের চিকিৎসা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা চরমে ওঠায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে।