Patuli Police Station: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বামেদের(Left front) কটাক্ষ করে পাটুলি থানার(Patuli Police Station) ওসি তীর্থঙ্কর দে-র(Tirthankar Dey) করা পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। নেট দুনিয়ায় প্রশ্ন উঠছে, সংবিধানের অংশ হয়েও একজন পুলিশ কর্মী কীভাবে রাজনৈতিক বক্তব্য করতে পারেন। প্রশ্ন উঠছে, পুলিশ কর্মীর সততা নিয়েও। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আগেও বহু বিতর্কিত মন্তব্য করেছেন তিনি এমনটাই অভিযোগ বামেদের। কিন্তু ঠিক কেন এমন করলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় ঠিক কী পোস্ট করেছিলেন ওসি তীর্থঙ্কর দে?
বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে বামেদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে পাটুলি থানার(Patuli Police Station) ওসি তীর্থঙ্কর দে লেখেন, কমরেডরা দিনরাত জাগলেও তারা শূন্য ছিল এবং শূন্যতেই আটকে থাকবে। একজন পুলিশ কর্মীর এই পোস্ট দাবানলের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, পুলিশকর্মীর সততা নিয়ে। অনেকেই বলছেন, তিনি কি তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করেন? কেউ কেউ আবার, তৃণমূল কংগ্রেসের সাথে তার সম্পর্কের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে ওসির কুরুচিকর এই মন্তব্য রিপোস্ট করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।
ঠিক কী কারণে এমন মন্তব্য করলেন ওই পুলিশ কর্মী?
বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে পাটুলি। বহুবার আরজি করের প্রতিবাদ কে ঘিরে বামপন্থী কর্মী সমর্থকদের সঙ্গে হাতা-হাতিতেও জড়িয়ে ছিল পাটুলি থানার আধিকারিকেরা। অনেকেই মনে করছেন, সেই রোষ থেকেই বামেদের সম্বন্ধে এমন মন্তব্য করেছেন পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে। আবার একাংশের দাবি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার বিশেষ যোগ রয়েছে। যদিও এই বিষয়ে স্পষ্টভাবে তেমন কিছু জানা যায়নি। তবে একজন উর্দিধারী পুলিশ অফিসারের এমন মন্তব্য একেবারেই ভাল চোখে দেখছে না রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ দেড় কোটি টাকা গায়েব, মুনাফার ফাঁদে প্রতারিত মহিলা
প্রসঙ্গত, বামেদের কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখা পুলিশ কর্মীর পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। ওসির পোস্ট শেয়ার করে শতরুপ লিখেছেন, ‘পাটুলি থানার সেই BC… Sorry, OC’। সূত্রের খবর, ইতিমধ্যেই বিতর্কিত পোস্টটি ডিলিট করে দিয়েছেন ওসি তীর্থঙ্কর দে।