OBC Certificate: তৃণমূল জমানার সব ওবিসি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত সমস্ত ওবিসি শংসাপত্র (OBC Certificate) বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই সময়ে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের (OBC) সংরক্ষণের জন্য দেওয়া এই ওবিসি শংসাপত্র (OBC Certificate) ব্যবহার করা যাবে না চাকরির ক্ষেত্রেও। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় বাতিল হল প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে যাঁরা ইতিমধ্যে এই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গেছেন, এই রায়ে তাঁদের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না।

২০১২ সালের মামলার রায়ে বাতিল প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র

২০১২ সালে মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের বক্তব্য ছিল, ২০১০ সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ‘অন্যান্য অনগ্রসর শ্রেণি’ তৈরি করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। ঐ শ্রেণির নাম হয় ‘ওবিসি-এ’। ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল। অভিযোগ, নতুন সরকার ঐ শ্রেণি সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়া একটি তালিকা তৈরি করে এবং সংরক্ষণ আইন প্রণয়ন করে। তারই বিরুদ্ধে করা হয় মামলা। বুধবার সেই মামলার রায় ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ।

ফের নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করে অনুমোদনের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট জানিয়েছে, ২০১০ সালের পরে প্রদত্ত ওবিসি শংসাপত্রগুলি সঠিক আইন মোতাবেক হয়নি। ফলে সেগুলি বাতিল করতে হবে। যাঁরা ইতিমধ্যে এই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন তাঁদের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। কিন্তু বাকিরা এই শংসাপত্র আর ব্যবহার করতে পারবেন না। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করে বিধানসভাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা অনুমোদন দিলে তালিকাভুক্তরা ওবিসি হিসাবে গন্য হবেন।