OBC Certificate: ওবিসি শংসাপত্র বাতিলে প্রভাব শিক্ষাক্ষেত্রে! পদক্ষেপের পথে সরকার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ওবিসি শংসাপত্র (OBC Certificate) বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে। কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে বাতিল হয়েছে ২০১০ সাল থেকে জারি হওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র (OBC Certificate)! যার প্রভাব পড়তে চলেছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শংসাপত্র বাতিলের প্রভাব কী কী?

২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। এই সময়কালে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের সংরক্ষণের জন্য দেওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র ব্যবহার করা যাবে না চাকরির ক্ষেত্রেও। তবে যাঁরা ইতিমধ্যে এই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গেছেন, এই রায়ে তাঁদের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না।

হাইকোর্টের রায় অনুযায়ী, যাঁরা এই প্রদত্ত শংসাপত্র ব্যবহার করে আগেই বিভিন্ন শিক্ষাক্ষেত্রে ভর্তি হয়েছেন, বাতিলের কারণে তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না৷ তবে এই শংসাপত্র ব্যবহার করে নতুন করে কেউ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না৷ সেই সঙ্গে উক্ত শংসাপত্র ব্যবহার করে যাঁরা বিভিন্ন ক্ষেত্রে বৃত্তি পেয়েছেন বা এখনও পাচ্ছেন তাঁদের ক্ষেত্রে কোনও প্রভাব পড়ছে না। তবে ছাত্রছাত্রীরা নতুন করে বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে ঐ শংসাপত্র ব্যবহার করতে পারবেন না।

সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্য সরকারের

শংসাপত্র বাতিল হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেন বিচারপতিদের। সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টিও জনসভা থেকে জানান তিনি। শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য সরকার।