Noapara-Barasat Metro: সুখবর! শীঘ্রই চালু হতে পারে নোয়াপাড়া-বারাসাত মেট্রো পরিষেবা, পরিকল্পনা জানালেন মন্ত্রী

Published On:

বিক্রম ব্যানার্জী: বারাসাতবাসীর জন্য সুখবর! শীঘ্রই চালু হতে পারে নোয়াপাড়া-বারাসাত মেট্রো পরিষেবা(Noapara-Barasat Metro)। মেট্রোর ইয়েলো লাইনের কাজ চলছে জোর কদমে, আসন্ন 2026 সালের মধ্যেই খুশির হাওয়া বইবে বারাসাতে। এমনই আশা প্রকাশ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। মন্ত্রীর দাবি, যে তৎপরতার সাথে ইয়োলো লাইনের কাজ চলছে তাতে 2026 সালের মধ্যে বারাসাতে পা রাখতে পারে মেট্রো। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত মেলেনি।

ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে বারাসাত করিডরের নোয়াপাড়া-এয়ারপোর্ট মুখি অংশে প্রস্তুতিমূলকভাবে ছুটেছে মেট্রো রেক। মূলত মেট্রো রেলের জেনারেল ম্যারেজ পি উদয় কুমার রেড্ডির পরিদর্শন ঘিরে ছুটেছিল মেট্রো রেক। জেনারেল ম্যানেজারের পরিদর্শনের আগে যুদ্ধকালীন তৎপরতায় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয় শনিবার। এরপরই পরীক্ষামূলকভাবে ইয়েলো লাইনে চালানো হয় মেট্রোর রেক।

সূত্রের খবর, মেট্রো রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মার্চ মাসের মধ্যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হতে পারে। দমদম পর্যন্ত বাণিজ্যিক মেট্রো পরিকল্পনার আগেই গত মার্চ মাসে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত অংশ পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। ভারতীয় রেলওয়ে অফিসারের পরিদর্শনের পরই নির্দিষ্ট গন্তব্যে মেট্রো ছোটানোর সবুজ সংকেত মেলে।

প্রসঙ্গত, নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত দীর্ঘ 16 কিলোমিটার মেট্রো করিডোর তৈরির ক্ষেত্রে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল জমি জট। এবার সেই সমস্যা কাটিয়ে শীঘ্রই এয়ারপোর্ট পর্যন্ত বানিজ্যিক মেট্রো পরিষেবা চালু করতে মরিয়া মেট্রো কর্তৃপক্ষ। বলা বাহুল্য, নোয়াপাড়া থেকে বারাসাতের মধ্যে মোট 10টি স্টেশন থাকছে। সেগুলি হলো যথাক্রমে, নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট-যশোর রোড-এয়ারপোর্ট-বিরাটি-মাইকেল নগর-নিউ ব্যারাকপুর-মধ্যমগ্রাম-হৃদয়পুর এবং বারাসাত। নোয়াপাড়া-বারাসাত লাইনের সঙ্গে যুক্ত থাকবে মূলত দুটি মেট্রো লাইন। নোয়াপাড়া যুক্ত থাকছে নর্থ-সাউথ মেট্রো করিডোরের সঙ্গে।

আরও পড়ুন: রুট, কোহলিদের পর এবার সেঞ্চুরি হাঁকালেন উইলিয়ামসন, কিউইদের রানের পাহাড় চড়তে গিয়ে হোঁচট খাচ্ছে ইংল্যান্ড