NITI AAYOG: পশ্চিমবঙ্গের দুঃসংবাদ! আর্থিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট নীতি আয়োগের

Published On:

NITI AAYOG: পশ্চিমবঙ্গের জন্য দুঃসংবাদ! মোটেই ভালো নয় রাজ্যের আর্থিক স্বাস্থ্য। আর্থিক পরিস্থিতির মাপকাঠিতে দেশের রাজ্যগুলির মধ্যে নীচের সারিতে অবস্থান করছে পশ্চিমবঙ্গ (West Bengal)। ২০২২-২৩ আর্থিক বছরের প্রেক্ষিতে রাজ্যগুলির আর্থিক স্বাস্থ্য সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ (NITI AAYOG)। সেই রিপোর্টেই রাজ্যের আর্থিক পরিস্থিতির বিষয়টি সামনে এসেছে।

২০২২-২৩ আর্থিক বর্ষে দেশের বড় রাজ্যগুলির রাজকোষের আর্থিক অবস্থা কেমন ছিল সেই বিষয়ে রিপোর্ট দিয়েছে নীতি আয়োগ। মোট ১৮টি রাজ্যকে তাদের আর্থিক স্বাস্থ্যের বিচারে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ওড়িশা, ছত্তীসগঢ়, গোয়া, ঝাড়খণ্ড ও গুজরাত রয়েছে প্রথম সারিতে। অন্যদিকে একদম চতুর্থ সারিতে অবস্থান পশ্চিমবঙ্গ, কেরল, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাবের। নীতি আয়োগের রিপোর্ট বলছে, এই শেষের সারির রাজ্যগুলির নিজস্ব আয় খুব কমে গিয়েছে। অন্যদিকে ঋণ বৃদ্ধি পেয়েছে। দেনার সুদ মেটাতে চাপ বাড়ছে রাজকোষের উপর।

শেষের সারির অন্যান্য রাজ্যগুলির মতোই একই চিত্র পশ্চিমবঙ্গে৷ রাজ্যের আয়ের মূল উৎস জিএসটি খাতে আয় বৃদ্ধি পেলেও, অন্যান্য উৎস থেকে আয় কমছে। রাজকোষের ঘাটতি ৩% এর উপরে। জিডিপি-র তুলনায় দেনার হার রাজ্যে ৩৮.২%, যা কিছুটা কমেছে। কিন্তু ঋণের সুদ মেটাতে রাজস্ব আয়ের ২০%-এর বেশি অর্থ খরচ করছে রাজ্য। ফলে উন্নয়ন খাতে খরচের ক্ষেত্রে টান পড়ছে বলে অভিমত নীতি আয়োগের।