NDRF Kolkata:দুর্যোগ বিপর্যয় মোকাবিলায় সবার আগে NDRF, সামাজিক কাজে নজির গড়ে ছিনিয়ে নিলো প্রশংসা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: বন্যাই হোক বা সাইক্লোন, রেল দুর্ঘটনাই হোক বা যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের সময় যে সমস্ত সরকারের বিপর্যয় উদ্ধারকারী দল সবার আগে পৌঁছে গিয়ে আর্তদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেন, তার মধ্যে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে NDRF বহুবার যেকোনো ধরনের বিপর্যয়ের সময়ে সমাজ জীবনে সবার আগে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় 2 BN NDRF Kolkata টিমকে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ এলাকাগুলিতে বিভিন্ন সময়ে বন্যা বা সাইক্লোনের (Cyclone) ভয়াবহ প্রভাব পড়তে দেখা যায়। আর সেই সময়ে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব বহন করে চলেছেন 2BN NDRF কলকাতা টিম। এই টিমের নেতৃত্বে রয়েছেন Inspector কালীচরণ মোসেল এবং Sub Inspector সৌরভ মন্ডল। একাধিকবার দেখা গিয়েছে, যে কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সময় দীঘার সমুদ্রতট সংলগ্ন এলাকা জুড়ে ব্যাপক সাইক্লোনের প্রভাব পড়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই এলাকার বাসিন্দারা। আর ঠিক সেই সময়ে সবার আগে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেছেন এই কালীচরণ মোসেল এবং সৌরভ মন্ডলের নেতৃত্বে 2BN NDRF Kolkata Team

আরও পড়ুনঃ অসুস্থ হয়ে মৃত্যু ছাত্রের, অভিভাবকদের বিক্ষোভ, কুশমুন্ডিতে তুলকালাম

যেকোনো ধরনের সাইক্লোনের প্রভাব স্বাভাবিকভাবেই আবহাওয়ার নিয়ম অনুযায়ী সামুদ্রিক এলাকায় পড়ে। ফলে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সংলগ্ন এলাকা এমনিতেই আশঙ্কা প্রবন। তাই ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের দীঘায় সাইক্লোন সেন্টারে এই NDRF কলকাতা টিম অস্থায়ী অফিস তৈরি করেছে। যাতে কোনো ধরনের দুর্যোগ বা বিপর্যয় তৈরি হলে তারা সঙ্গে সঙ্গে সেখানকার বিপদগ্রস্তদের সেবায় ঝাঁপিয়ে পড়তে পারে। তবে NDRF কলকাতা টিম যে শুধুমাত্র কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উদ্ধার করে, শুধু তাই নয়, বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মেও অংশগ্রহণ করতে দেখা গিয়েছে এই NDRF কলকাতা টিমের সদস্যদের। এরমধ্যেই বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের বিপদগ্রস্ত হয়ে পড়লে কিভাবে তারা একে অপরকে সহযোগিতা করবে, তার পাশাপাশি সমাজে সমস্ত মানুষের পাশে কিভাবে দাঁড়াবে, সেই ব্যাপারে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল NDRF Kolkata Team সেখানে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন (Demonstration) দিয়ে থাকে তারা।

পূর্ব মেদিনীপুরের দীঘা জগবন্ধু শিক্ষা সদনে গত সোমবার দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত 2BN NDRF টিমের তরফে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে ডেমনস্ট্রেশন দেওয়া হয়। যাতে তারা খুব সহজে কোনো ছাত্র-ছাত্রী বা সমাজের কোনো মানুষ বিপদগ্রস্ত হলে তাকে রক্ষা করতে এগিয়ে যেতে পারে। হঠাৎ কোনো ছাত্র-ছাত্রী যদি দুর্ঘটনায় পড়ে বা কোনোভাবে তার আঘাত লেগে শরীরের যে কোনো অঙ্গ থেকে যদি রক্ত ঝরতে থাকে, তাহলে কিভাবে তার প্রাথমিক চিকিৎসা করতে হবে, সেই বিষয়টিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেন NDRF টিমের সদস্যরা। শুধু তাই নয়, বর্তমান সময়ে হঠাৎ যদি কোনো ছাত্র-ছাত্রী অজ্ঞান বা এই ধরনের কোনো শারীরিক সমস্যা আক্রান্ত হয়, হার্টের কোনো সমস্যায় যদি হঠাৎ কোনো ছাত্র-ছাত্রী বিপদগ্রস্ত হয়ে পড়েন, তাহলে তাদের কিভাবে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা যাবে, সেই বিষয়টিও হাতে-কলমে দেখিয়েছেন ইন্সপেক্টর কালীচরণ মোসেল এবং সাব-ইন্সপেক্টর সৌরভ মন্ডলের নেতৃত্বে থাকা 2BN NDRF কলকাতা টিমের সদস্যরা। বর্তমানে NDRF এর এই টিম পূর্ব মেদিনীপুরের দীঘা সাইক্লোন সেন্টারের (Digha Cyclone Center) অস্থায়ী অফিসেই থাকেন। ২০২২ সাল থেকেই NDRF টিম দীঘা অফিসে রয়েছেন। যাতে দীঘা লাগোয়া এলাকায় যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারেন।

এই বিষয়ে দীঘা জগবন্ধু শিক্ষা সদন স্কুলের টিচার ইনচার্জ পরশুরাম মণ্ডল বলেন, 2BN NDRF টিমের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। প্রাকৃতিক দুর্যোগের সময় তারা যেভাবে আর্তদের সেবায় নিয়োজিত থাকে এবং বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়, সেটাও প্রশংসার দাবি রাখে। আর তার মধ্যেই সীমাবদ্ধ নেই এই টিমের কাজ। স্থানীয় সামাজিক কাজকর্মের মাধ্যমে সমাজ জীবনেও যাতে সকলেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেই লক্ষ্যে আজ আমাদের স্কুলে ২ ঘন্টা সময় ব্যাপী একটি Demonstration এর আয়োজন করে NDRF কলকাতা টিম। সেখানে কোনো ছাত্র-ছাত্রী হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হলে বা অজ্ঞান হয়ে গেলে কিভাবে চিকিৎসা করতে হবে, সেই বিষয়টি প্রাথমিকভাবে দেখিয়ে দেন তারা। শুধু তাই নয়, একটি মুমূর্ষ রোগীকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু হাতের কাছে যদি কোনো স্ট্রেচার না থাকে, তাহলে প্রাথমিকভাবে নিজেরাই কিভাবে একটি স্ট্রেচার ঝটজলদি তৈরি করে সেই বিপদগ্রস্ত মানুষটিকে উদ্ধার করে নিয়ে যেতে পারেন, সেই বিষয়টিও হাতে-কলমে দেখিয়েছেন তারা। আর হার্টের বিষয়ে বর্তমানে যে প্রশিক্ষণ দিয়েছে NDRF কলকাতা টিম, তাকে সাধুবাদ জানাই। 2BN NDRF টিমের ইন্সপেক্টর কালীচরণ মোসেল এবং সাব-ইন্সপেক্টর সৌরভ মন্ডলের এই কর্মকাণ্ডের জন্য স্কুল কর্তৃপক্ষের তরফে প্রশংসা করি এবং ধন্যবাদ জানাই।