বিক্রম ব্যানার্জী: টলিউড থেকে বলিউড মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty) নামটা সব জায়গাতেই সমানভাবে জনপ্রিয়। তবে তারকার জনপ্রিয়তায় স্বল্প হলেও ভাটা পড়েছে রাজনৈতিক ক্যারিয়ার শুরুর পর থেকেই। বিজেপির হয়ে নানান সভা মঞ্চ থেকে অভিনেতার বিভিন্ন মন্তব্য ঘিরে বহুবার সমালোচনার জায়গা তৈরি হয়েছিল তার ভক্তদের অন্দরেই। এবার তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে দায়ের হল মামলা।
গত 27 সেপ্টেম্বর সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অভিনেতা। আর সেখান থেকেই বিরোধীদের কটাক্ষ করে নানান বক্তব্য রাখতে শোনা যায় মহাগুরুকে। অভিযোগ, সেই মঞ্চ থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন একাধিক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন মিঠুন। সেই বক্তব্যকে কাঠগোড়ায় তুলে সোমবার বউবাজার থানায় প্রথম মামলা দায়ের করেন একজন তৃণমূল কর্মী।
এরপরই মিঠুনের বিরুদ্ধে সমগোত্রীয় অভিযোগ এনে বুধবার বিধাননগর থানায় আরেকটি মামলা দায়ের করেন আরেক তৃণমূল সমর্থক। জানা গিয়েছে, কৌশিক সাহা নামের ওই তৃণমূল কর্মী সল্টলেক সেক্টর-1 এর বাসিন্দা। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর কথা উল্লেখ করে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। তবে প্রথম অভিযোগকারীর নাম প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, বিজেপির কর্মসূচি মঞ্চ থেকে বিশেষ অতিথি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে দাঁড়িয়েই মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন বিজেপি নেতা তথা টলিউড-বলিউড খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। যার ফলস্বরূপ দুটি সমধর্মী ভিন্ন মামলায় নাম জড়ালো তার। যদিও অভিনেতার বক্তব্যে কোনরকম ভুল দেখছেন না বিজেপি নেতৃত্ব।