বিক্রম ব্যানার্জী: মেট্রো যাত্রীদের পকেটে কোপ! ভাড়া বাড়তে চলেছে কলকাতা মেট্রোর(Kolkata Metro)। হ্যাঁ, এবার থেকে আর 5 টাকাতে হবে না, মেট্রোতে পা দিলেই গুনতে হবে 15 টাকা। মূল্যবৃদ্ধির এই নিয়ম কার্যকর হতে চলেছে কলকাতার ব্লু লাইন মেট্রোর(Kolkata Metro) ক্ষেত্রে। আগামী 10 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে নর্থ-সাউথ ব্লু লাইন মেট্রোতে(Kolkata Metro) চড়তে হলে ন্যূনতম 15 টাকার টিকিট কাটতে হবে যাত্রীদের।
তবে স্বস্তির খবর, সব মেট্রোর ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাতে দুটি স্পেশাল মেট্রোর ব্যবস্থা রয়েছে। আর এই দুই মেট্রোতে চেপে গন্তব্যে পৌঁছাতে হলে যাত্রীদের ন্যূনতম খরচ হবে 15 টাকা। রাতের দুটি স্পেশাল মেট্রো ছাড়া দিনের প্রতিটি মেট্রোর ন্যূনতম ভাড়া একই(5 টাকা) থাকছে। সেই সাথে শনি ও রবিবার সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মেট্রোর সর্বনিম্ন ভাড়া 5 টাকাই থাকবে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী 10 ডিসেম্বর থেকে রাতের স্পেশাল মেট্রোর 5 টাকা মূল্যের ভাড়ার সাথে 10 টাকা যোগ করা হবে। তবে এই নিয়ম শুধুমাত্র সোম থেকে শুক্রবার পর্যন্তই বৈধ। কর্তৃপক্ষ খোলসা করে জানায়, শনি ও রবিবার সারাদিন মেট্রোর সর্বনিম্ন ভাড়া 5 টাকাই থাকবে। অর্থাৎ হিসেবটা দাঁড়াচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যদি কোনও যাত্রী কাছের কোনও স্টেশন যথা, রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর যেতে চান সেক্ষেত্রে 10 টাকা অতিরিক্ত মূল্য গুনতে হবে তাদের।
প্রসঙ্গত, মেট্রোর তরফে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত রাতের দিকে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে। তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন অনেকে। বেশিরভাগ যাত্রীরই দাবী, অধিক রাতে মেট্রোতে প্যাসেঞ্জার কম হবে এটাই স্বাভাবিক। এছাড়াও যাত্রী সংখ্যা কম হওয়ার পিছনেও দায়ী করা হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকেই। বেশ কিছু যাত্রীর বক্তব্য, রাতের শেষ মেট্রোর বেশ কয়েক ঘন্টা পর স্পেশাল মেট্রো দেওয়া হয়। এতে যথেষ্ট সমস্যা হয় যাত্রীদের। আসলে ভাড়া বাড়িয়ে স্পেশাল মেট্রো তুলে দেওয়ার ধান্দায় রয়েছে কর্তৃপক্ষ এমনটাই মনে করছেন মেট্রো যাত্রীদের একটা বড় অংশ।