পশ্চিমবঙ্গে বর্তমানে নিরন্তর প্রতিবাদ আন্দোলন সমাবেশ চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়মিত আন্দোলন তৈরি করছে। শুধু তাই নয়, নাগরিক সমাজ পথে নেমে এসে প্রতিবাদ জানাচ্ছে। আরজি কর কান্ডে সঠিক বিচারের দাবিতে বাংলার মানুষ রাস্তায় নেমে এসেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দোষীদের কড়া শাস্তির দাবিতে আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন।জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির পদক্ষেপকেও তাদের ন্যায্য দাবি বলে মন্তব্য করেছেন।তবে কাজে ফেরার বার্তাও দিয়েছেন তিনি। বিরোধীরা যদিও মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে। ঠিক এই আবহের মধ্যেই তৃণমূল নেতা কুণালল ঘোষ একটি ভিডিও তুলে ধরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে কুণাল পোস্ট করে লিখেছেন, “এই Video ঘুরছে। এটা আসল না ফেক ভিডিও দেখা হোক।আসল হলে তা বিপজ্জনক। পুলিশ এটাকে তুলুক। ব্যবস্থা নিক।” কুনাল এক্স হ্যান্ডেলে আরো বলেছেন, “CM জানেনও না তার নাম করে এই ধরনের ঔদ্ধত্য অসভ্যতা মস্তানি করছেন অনেকে। তার ফলে সরকার, দল এবং তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যদি এই ভিডিও আসল হয়, তাহলে পুলিশ এটাকে তুলুক। যদি ফেক হয় তাহলে সেটাও জানাক। ব্যবস্থা নিক।” এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই মন্তব্য করেছেন।