জীবন ও স্বাস্থ্যবীমার উপর ১৮ শতাংশ জি এস টি(GST) প্রত্যাহারের দাবিতে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে(Nirmala Sitharaman) চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্বাস্থ্য এবং জীবনবীমার(Life Insurance) ক্ষেত্রে জি এস টি জনবিরোধী বলেও মন্তব্য করেছেন তিনি। অবিলম্বে জি এস টি(GST) প্রত্যাহার না করা হলে আন্দোলনে নামার হুশিয়ারিও দিয়েছেন মমতা। অন্যদিকে শুক্রবার স্বাস্থ্য এবং জীবনবীমায়(Life Insurance) জি এস টি প্রত্যাহারের দাবিতে লোকসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মমতা লিখেছেন, ‘অসুখ এবং দুর্ঘটনার মতো কঠিন সময়ে মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া জীবনবীমার(Life Insurance) প্রাথমিক লক্ষ্য। এই সময়ে সাধারণ মানুষের কাছে জীবনবীমা গুরুত্ত্বপূর্ণ। অথচ সেই জীবনবীমাতে জি এস টি লাগু(GST) করে সাধারণ মানুষের বোঝা বাড়ানো হয়েছে। সরকারের এই নীতি জনবিরোধী। অবিলম্বে স্বাস্থ্য এবং জীবনবীমা থেকে জি এস টি প্রত্যাহার করতে হবে।’
অন্যদিকে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘ জীবনবীমার উপর জি এস টি প্রত্যাহারের দাবিতে আমরা আজ ওয়াকআউট করেছি। আমাদের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে কথা বলুন। স্বাস্থ্য এবং জীবনবীমার উপর জি এস টি প্রত্যাহারের দাবি করতেই আজ আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।’
আরও পড়ুনঃ মারকাটারি 5G প্ল্যান এনেছে এয়ারটেল, পিছিয়ে পড়েছে জিও, একেবারে সস্তায় পাচ্ছেন 5G প্ল্যান
তবে মমতা একা নন, এর আগে নীতিন গড়কড়িও স্বাস্থ্যবীমার উপর জি এস টি প্রত্যাহারের দাবিতে নির্মলাকে চিঠি দিয়েছেন। তবে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ অবশ্য এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, ‘ কেন্দ্রীয় সরকার ভাবনাচিন্তা করছে। এ বিষয়ে পদক্ষেপ করা হবে। তৃণমূল নিজের চরকায় তেল দিক।’