Mamata Potato Price: আলুর দাম বাড়ছে দ্রুত! কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Mamata Potato Price: রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর অভিমত, আন্তঃরাজ্য সীমানা থেকে আলু রফতানি হয়ে যাচ্ছে বলেই পশ্চিমবঙ্গে আলুর দাম (Potato Price) বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার এই নিয়ে উষ্মাও প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে সীমান্তে নজরদারি বৃদ্ধির জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

সাম্প্রতিক সময়ে রাজ্যের বাজারে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধির কারণ হিসাবে ভিনরাজ্যে আলু রপ্তানির বিষয়টি উল্লেখ করে তা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রাজ্যের বাজারে নতুন আলু না আসা পর্যন্ত রপ্তানি নিয়ন্ত্রণ করে রাজ্যের বাজারে আলুর জোগান বজায় রাখতে হবে। কিন্তু তাঁর অভিযোগ, নির্দেশের পরেও আলু রপ্তানির নিয়ন্ত্রণ হয়নি। ফলে রাজ্যের বাজারে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন দফতরের চেয়ারম্যান পদে তিনি এনেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে। তাঁকে সমস্ত পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর কোথায় কত আলু মজুত ছিল, কত আলু বাজারে এসেছে এবং কত মজুত রয়েছে তার বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে হবে। বাংলায় আলুর দাম বৃদ্ধি করে অন্য জায়গা থেকে মুনাফা লাভ করছেন কিছু মধ্যসত্ত্বভোগী, তা নিয়েই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী। আলুর দাম ও রপ্তানি নিয়ন্ত্রণে রাখতে গঠিত টাস্ক ফোর্সকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন তিনি।