Mamata Banerjee: প্রয়োজনে ‘ফোঁস’ করার নির্দেশ মমতার, বিজেপিকে কড়া বার্তা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

এতদিন বাংলায় তৃণমূল সরকারের স্লোগান ছিল বদলা নয়, বদল চাই।’ অথচ বুধবার মেয়ো রোডের সভা থেকে সেই স্লোগানই বদলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার হুশিয়ারির সুরে তিনি বলেন ‘ অনেক সহ্য করেছি। আর নয়। অনেকে আমায় গালাগালি করছেন। কিন্তু বলবো যা করার ভালো বুঝে করবেন।’ এই প্রসঙ্গে দরকারে ‘ফোঁস’ করতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ আমি অশান্তি চাই না। কিন্তু যে আপনাকে কেউ কামড়ালে দরকারে ফোঁস করতে হবে।’

আরও পড়ুনঃ এই গাড়িতে ৯০ হাজার টাকা ছাড়া, কেন এত সস্তা!

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই আর জি কর ইস্যুতে উত্তাল রাজ্য। তরুণী চিকিৎসকের ধর্ষণ – মৃত্যুকে কেন্দ্র করে গোটা রাজ্য তথা দেশে শুরু হয়েছে তুমুল প্রতিবাদ। প্রতিবাদ শুরু হয়েছে বিদেশের মাটিতেও। এই পরিপ্রেক্ষিতে গতকাল নবান্ন অভিযানের ডাক দেয় ছাত্র সমাজ নামে একটি সংগঠন। নবান্ন অভিযানকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, কলেজ স্ট্রিট সহ বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকে পাল্টা লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। গোটা ঘটনায় ৩৬ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। বিক্ষোভকারীদের অনেককে পুলিশ গ্রেফতার এবং আটক করে। তৃণমূলের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিল ছাত্র সমাজ বলে কোন সংগঠনের অস্তিত্ব নেই।

এই নবান্ন অভিযানের আড়ালে রয়েছে বিজেপি। এদিন মুখ্যমন্ত্রীকে সেই প্রসঙ্গেও হুশিয়ারি দিতে শোনা যায়। তিনি বলেন, ‘ বাংলার বাইরের যারা এখানে আছেন তারা নিজেদের মনে করে থাকুন। কিন্তু মনে রাখবেন আজ বিজেপির সঙ্গে মিশে পুলিশকে পেটালেন। কাল কিন্তু কেউ আপনার গায়েও হাত তুলতে পারে। বাংলায় থাকতে গেলে ভালবেসে থাকতে হবে। আমি অশান্তি, মৃত্যু চাই না।’

আরও পড়ুনঃ চিকিৎসক সন্দীপকে সাসপেন্ড আইএমএ-র, পেশাকে কলঙ্কিত করার অভিযোগ

যদিও মমতার ‘ফোঁস’ করার বার্তাকে বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার বলেছেন, ‘এটা উস্কানিমূলক মন্তব্য। সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী তাদের দলের হার্মাদদের উস্কানি দিচ্ছেন।’ সুকান্ত আরও বলেন, ‘ এখন বাংলায় দুটো সাপ আছে কিন্তু বাংলার মানুষ জানেন তাদের কীভাবে ঠান্ডা করতে হয়।’

এদিন মমতা বিজেপিকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা জানেন না আমার ধৈর্য্যচ্যুতি হলে কী করতে পারি। আমাকে আন্দোলন শেখাবেন না। আন্দোলনেই আমার জন্ম, আমার মৃত্যু।