Mamata Banerjee: বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২১ মার্চ লন্ডন সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই সফরে শিল্প সম্মেলনও করবেন তিনি।
জানা গিয়েছে, চলতি মাসে ৭ দিনের লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিনিয়োগ আনা তাঁর এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য সেখানে তিনি শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য পেশ করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। মনে করা হচ্ছে, এই বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন, রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্প, বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরবেন তিনি।
এর আগেও রাজ্যে বিনিয়োগ আনতে লন্ডন সফর করেছেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালে স্পেন সফরেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় দুবাইয়ে শিল্প বৈঠক করেন তিনি। বিগত মাসে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে। বর্তমানে রাজ্যে বিনিয়োগ আনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী তা বলাই বাহুল্য।