রাজ্যের পরিবহন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ছাড়াও নবান্নে এই বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে এই আলোচনায় উপস্থিত ছিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। ৪৫ মিনিট ধরে এই বৈঠক হয় বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার পরিবহন দপ্তরের ওই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে নির্দেশ দেন, ‘অবিলম্বে রাজ্যের সমস্ত টোটোর জন্য নির্দিষ্ট গাইডলাইন বা নীতি প্রণয়ন করে আইনি বৈধতা দেওয়ার ব্যাপারে প্রক্রিয়া শুরু করে দিতে হবে।’ এছাড়াও রাজ্য সরকারের WBTC-র সঙ্গে SBSTC এবং NBSTC কে মিশিয়ে দিতে হবে। কোনো আলাদা নিগম তৈরি করা যাবে না।
সম্প্রতি নদীয়ার এক টোটোর রুট সংক্রান্ত মামলায় রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ১ আগস্ট থেকে রাজ্যের সমস্ত বেআইনি অটো টোটো ম্যাজিক ট্রেকার বাজেয়াপ্ত করতে হবে। বেআইনি যানবাহনের দাদাগিরি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তার জন্য রাজ্য সরকারকে বিশেষ টিম গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এর পরে রাজ্যের বিভিন্ন রুটে চলা টোটোগুলিকে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে আইনি বৈধতা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৫ বছরের বেশি সময় ধরে চলা সমস্ত বাস বাতিল করতে হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বলা হচ্ছে রাজ্যে বাস কমে যাচ্ছে, কিন্তু তাহলে তেলের দাম বাড়ছে কেন? পরিবহন দপ্তরের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।