Aadhar Card: ছুটোছুটি করার দরকার নেই। বাড়িতে বসেই করে ফেলুন আধার কার্ড

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: ভারতবাসীর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড(Aadhar Card) এটি ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না‌। স্কুল কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে চাকরি-বাকরি থেকে ব্যাংকের একাউন্ট খোলা, গ্যাসের সংযোগ থেকে শুরু করে যেকোনো ধরনের কাজই করতে যান না কেন, আধার কার্ড গুরুত্বপূর্ণ। আর এই আধার কার্ড করার জন্য এতদিন পর্যন্ত এদিক-ওদিক ঘোরাঘুরি করতে হতো। ছুটোছুটি করে আধারের স্থানীয় কাছাকাছি কোনো অফিসের খোঁজ করতে হতো। সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে আধার কার্ড তৈরি করতে হতো। সে এক বিশাল হ‍্যাপা।

তবে এবার থেকে আর কোথাও ছুটোছুটি করার দরকার নেই। বাড়িতে বসেই(At home) করে ফেলতে পারবেন আধার কার্ড। তবে এটা কোনো বয়স্ক ব্যক্তি বা সাধারণ নাগরিকদের জন্য নয়। শুধুমাত্র ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই সুবিধা চালু করেছে ভারতীয় ডাক বিভাগ। ৫ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরি করতে হলে বাড়িতে ডাকবিভাগের আইটি দল এসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তার আধার কার্ড তৈরি করে দেবে। এর জন্য কোনো খরচ করতে হবে না।

আরও পড়ুনঃ শুভেন্দু সংগঠনের দায়িত্ব পাক, চাইছেন অমূল্যরা

তবে বাড়িতে এই প্রক্রিয়া করার জন্য অফলাইনে স্থানীয় পোস্ট অফিসে গিয়ে পোস্টমাস্টারকে সমস্ত তথ্য দিয়ে আসতে হবে। তাছাড়া একেবারে ঘরে বসেই অনলাইনে আপনার হাতের মোবাইলে ডাক বিভাগের পোস্ট ইনফো অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপে সমস্ত তথ্য পূরণ করতে হবে। পরিবারের সদস্যদের যেকোনো একজনের নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপরেই ডাক বিভাগের আইটি দল বাড়িতে এসে ৫ বছরের কম বয়সী শিশুর আধার কার্ড তৈরি প্রক্রিয়া সম্পন্ন করে দেবে। এর জন্য কোনো খরচ দিতে হবে না। তবে সাধারণ নাগরিকরা যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোন নম্বর আপডেট করতে চান, তাহলে ৫০ টাকা করে ফি ধার্য করা হয়েছে।