Liquor Price: দুঃসংবাদ! মদের দাম আরও বৃদ্ধির সম্ভাবনা রাজ্যে

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজ্যের সুরাপ্রেমীদের জন্য আসন্ন দুঃসংবাদ! মদের দাম (Liquor Price) আরও বৃদ্ধির সম্ভাবনা রাজ্যে। সম্ভাবনা সত্য হলে, পুজোর আগেই আরও দুর্মূল্য হবে মদ। দাম বৃদ্ধি (Liquor Price) পেতে পারে দেশি মদ থেকে বিলিতি মদ, বিয়ার সহ সবকিছুর।

সূত্রের খবর, রাজ্য সরকার আয় বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছে। সাম্প্রতিক সময়ে বাজারে মদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে এই ক্ষেত্র থেকে অধিক রাজস্ব আদায়ে সচেষ্ট হচ্ছে রাজ্য সরকার। দেশি মদ বা কান্ট্রি স্পিরিটের দাম বোতল প্রতি ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি করা হতে পারে। আইএমএফএল ও ফরেন লিকারের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধি পেতে চলেছে বিয়ারের দামও।

সূত্রের খবর, ৬০০ মিলিলিটারের দেশি মদের বোতলের দাম ১৫৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হতে পারে ১৬০ টাকা। সেই সঙ্গে ৩০০ ও ৩৫০ মিলিলিটারের ছোট বোতলের দাম যথাক্রমে ৮০ টাকা থেকে ৯০ টাকা এবং ৯৫ টাকা থেকে ১০০ করা হতে পারে। দেশীয় বিয়ার গুলির দাম বোতল প্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা এবং বিদেশি বিয়ারগুলির ক্ষেত্রে বোতল প্রতি ৩০ থেকে ৫০ টাকা মূল্য বৃদ্ধি হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০২১ সালে রাজ্যে মদের দাম বৃদ্ধি হয়েছিল। যদিও ২০২২ সালে বিয়ারের দাম কমিয়েছিল রাজ্য সরকার।