High Security Number Plate: সাবধান! গাড়ি থাকলেই মানতে হবে এই আইন, নাহলে পড়বেন চরম বিপদে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: দিন বদলেছে। এখন প্রায় সবার কাছেই অন্ততপক্ষে মোটরবাইক বা স্কুটি রয়েছে। সকলেই যে শখে ব্যবহার করেন, এমনটা নয়, এমন বহু পেশা রয়েছে যেখানে একটি মোটর বাইক বা স্কুটির প্রয়োজন। তাহলেই সেই পেশায় তিনি কাজ করতে পারবেন বা উপার্জন করতে পারবেন। চারচাকার সংখ‍্যাও দিন দিন বাড়ছে। অনেকেই যাদের একটু আর্থিক সম্পন্নতা রয়েছে তারা প্রাইভেট গাড়ি কিনে ফেলছেন। দুই চাকা বা চার চাকার গাড়ি যাদের রয়েছে, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার(WB Government) জরুরি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা না মানলে মোটা অংকের জরিমানা সহ আইনি পদক্ষেপ করা হবে।

ইতিমধ্যেই দেশের অন্যান্য রাজ্যে চালু হয়ে গিয়েছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেট(High Security Registration Number Plate) দুই চাকাই হোক বা চার চাকা, সমস্ত গাড়ির ক্ষেত্রেই সেই গাড়ির নম্বর প্লেট গুরুত্বপূর্ণ। এবার সেই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বেশ কিছু রাজ্যে চালু হয়ে গিয়েছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট নম্বর(High Security Number Plate)। এই হাই সিকিউরিটির নম্বর দেওয়া হচ্ছে গাড়ির চালক এবং আরোহীর নিরাপত্তার কারণে। অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও এই নিয়ম চালু করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

হাই সিকিউরিটি নম্বর প্লেটে(High Security Number Plate) ১০টি সংখ্যা থাকছে। এই ১০টি সংখ্যার মধ্যে অক্ষর এবং নম্বর মিলিয়ে প্লেট নম্বর তৈরি হচ্ছে। এই হাই সিকিউরিটি নম্বর প্লেট(High Security Number Plate) অ্যালুমিনিয়ামের তৈরি করা হচ্ছে। প্রথম ২টি অক্ষর দিয়ে রাজ্যের নাম বোঝানো হবে। তারপরের ২টি নম্বর দিয়ে জেলার ক্রমিক নম্বর বোঝানো হবে। তারপরের ২টি অক্ষর দিয়ে সেই জেলার গাড়ির সিরিজকে দেখানো হচ্ছে। আর সর্বশেষ ৪টি ইউনিক নম্বর দেওয়া হচ্ছে। এই ১০টি অক্ষর এবং নম্বরসহ হাই সিকিউরিটি নম্বর(High Security Number) চালু হচ্ছে।

আরও পড়ুনঃ পুরসভার উদ‍্যোগে চালু ন‍্যায‍্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র, ২৮ টাকা প্রতি কেজি

এবার যাদের গাড়ির রেজিস্ট্রেশনের শেষ নম্বর ১-৯ এর মধ্যে তাদের পর্যায়ক্রমে ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বরের মধ্যে নম্বর অনুযায়ী High Security Number লাগানোর জন্য চূড়ান্ত দিন ঘোষণা করা হয়েছে। যাদের রেজিস্ট্রেশন শেষ নম্বর ৩ এবং ৪ তাদের এই High Security Number Plate লাগানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট ২০২৪। যাদের শেষ নম্বর ৫ ও ৬ তাদের প্লেট লাগানোর শেষ তারিখ ১৫ ই সেপ্টেম্বর। যাদের শেষ নম্বর ৭ ও ৮ তাদের High Security Number লাগানোর শেষ তারিখ ১৫ ই অক্টোবর এবং যাদের রেজিস্ট্রেশন নম্বর এর শেষ সংখ্যা ৯ ও ১০ তাদের আগামী ১৫ই নভেম্বর ২০২৪ এর মধ্যে এই High Security Number লাগাতে হবে। তা না হলে আইন অনুযায়ী মোটা অংকের জরিমানা সহ আইনি পদক্ষেপ করা হবে।