Kunal Swastika: ‘বাবা মায়ের থেকে ঐ শিক্ষা!’ কুণালকে পাল্টা স্বস্তিকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Kunal Swastika criticized on RK Kar: পুজোয়(Durga Puja) মুক্তি পেতে চলেছে শ্রীজিত মুখার্জি পরিচালিত ছবি টেক্কা(Tikka)। ইতিমধ্যেই শহরজুড়ে ছড়িয়ে পড়েছে তার পোস্টার। স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastik Mukhopadhyay) অভিনীত সেই ছবির পোস্টার নিয়েই অভিনেত্রীকে পরোক্ষভাবে কটাক্ষ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী স্বস্তিকা। কুনালের শিক্ষা নিয়ে প্রশ্ন(Questions about Kunal Ghosh education) তুলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পেটে পড়লেন অভিনেত্রী।

ঠিক কী পোস্ট করেছিলেন তৃণমূল নেতা?
খুব সম্প্রতি শহরের বুকে লেগে এক পোস্টারে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে। টেক্কা ছবির সেই পোস্টারে লেখা, ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ আর সিনেমার সেই পোস্টার নিয়েই X হ্যান্ডেলে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের করা সেই পোস্টে লেখা, যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RG Kar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। তিনি আরও লেখেন, শ্রীজিত মুখোপাধ্যায়ের ছবি তার প্রিয়। কিন্তু মানুষ বুঝবেন কোন আবেগকে ছবির প্রোমোশনের জন্য ব্যবহার করা হচ্ছে। কুণালের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকাও।

কুনাল ঘোষের পোস্ট নিয়ে মুখ খুললেন স্বস্তিকা
অতি সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের পোস্ট সম্পর্কে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, ইনস্টাগ্রাম, ফেসবুকে তিনি বেশি অ্যাকটিভ থাকেন। X হ্যান্ডেলে তিনি ততটাও ঘোরাফেরা করেন না। সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো ছাড়া তার আরও অনেক কাজ রয়েছে। এরপরই অভিনেত্রীর মুখে শোনা যায় কটাক্ষের সুর। কুনাল ঘোষের পোস্টকে সরাসরি নিশানা করে তিনি বলেন, উনি জানেন না সিনেমা জগতে কীভাবে কাজ হয়। ঠিক একইভাবে অভিনেত্রীও তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল নয়। বর্তমানে মানুষ না জানাটাকেই বেশি ক্রেডিট দেয়।

আরও পড়ুনঃ বাম নেতা কলতানের জামিনে খুশি নন কুনাল! বিস্ফোরক মন্তব্য X হ্যান্ডেলে

অভিনেত্রীর আরও সংযোজন, ছবি মুক্তির আগে তার পোস্টার কীভাবে তৈরি হবে, তাতে কোন লেখা যাবে এসব তাকে জিজ্ঞেস করে করা হয় না। কাজেই এইসব বিষয়ে তিনি বলতে পারবেন না। এটা যাদের কাজ অর্থাৎ পরিচালক শ্রীজিত ও সঞ্চালক দেব তাদেরকেই জিজ্ঞেস করা হোক। কারোর এই বিষয়ে জানার থাকলে সেগুলো জেনে নিতে পারেন। মহিলাদের আক্রমণ করা , কটাক্ষ করা এটা ওঁর পারিবারিক শিক্ষা। বাবা মায়ের থেকে হয়তো এই শিক্ষা পেয়েছে। অভিনেত্রী যদিও এই শিক্ষায় শিক্ষিত নন। সবশেষে কুনাল ঘোষকে কটাক্ষ করে স্বস্তিকার বক্তব্য, ওঁর মহিলাদের কটাক্ষ করা কাজ তাই বলে তিনি মহিলা হয়ে সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে নেবেন এমনটা নয়।