Kunal on Debolina Dutta RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে অংশ নিয়ে কুণাল কোপে অভিনেত্রী দেবলীনা দত্ত(Debolina Dutta)। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, অভিনেত্রী এদিন এমন স্লোগান দিলেন যে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সরাসরি কটাক্ষ না করলেও জবাব দিতে ছাড়লেন না কুণাল ঘোষ(Kunal Ghosh)।
অভিযোগ, এ স্লোগান দিয়ে পুলিশের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিয়েছেন দেবলীনা। আইন প্রয়োগকারী প্রশাসনের বিরুদ্ধে জনসমক্ষে সহিংসতার ওকালতি করার যথোপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন এদিন কুণাল। অভিনেত্রীর গানকে উপহাস করে একটি ভিডিয়োও শেয়ার করেছেন।
তার পোস্টে, কুণাল দেবলীনাকে একজন “দায়িত্বশীল, নিরপেক্ষ এবং অরাজনৈতিক অভিনেত্রী” হিসেবে চিহ্নিত করেছেন, যা পরামর্শ দেয় যে তাঁর এই কাজগুলি তাঁর ইমেজ নষ্ট করছে। কুণালের মন্তব্য অনলাইনে যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে। কুনালের সমর্থকরা যুক্তি দিয়ে যে এটিকর অনুপযুক্ত এবং এই ধরনের অভিব্যক্তি বয়কটের দাবি তুলেছেন। অন্যদিকে, কেউ কেউ দেবলীনার পক্ষে জোর দিয়েছিলেন যে নায়িকার কথাগুলি প্রতীকী ছিল। প্রকৃত সহিংসতাকে উস্কে দেওয়ার উদ্দেশ্য ছিল না তাঁর।
ভিডিয়োজুড়ে কুণালের ক্যাপশন, ‘পুলিশ প্রশাসনের গালে গালে
মারব চটি তালে তালে। দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত।’
ভাইরাল ভিডিয়ো দেখুন এখানে
পুলিশ প্রশাসনের গালে গালে
মারব চটি তালে তালে।
– দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত। pic.twitter.com/0bkNevvp3d— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 18, 2024
নেটিজেনদের কী বক্তব্য
একজন লিখলেন, ‘খুব মর্মান্তিক এবং sensitive বিষয় নিয়ে প্রতিবাদ-আন্দোলন শুরু হয়েছিল; কিন্তু দুর্ভাগ্য সেটা এখন বড্ড খেলো হয়ে গেল..কখনও নির্লজ্জতা এবং কিছু ক্ষেত্রে নোংরামির পর্যায়ে পৌঁছে গেল।’
খুব মর্মান্তিক এবং sensitive বিষয় নিয়ে প্রতিবাদ-আন্দোলন শুরু হয়েছিল; কিন্তু দুর্ভাগ্য সেটা এখন বড্ড খেলো হয়ে গেল..কখনও নির্লজ্জতা এবং কিছু ক্ষেত্রে নোংরামির পর্যায়ে পৌঁছে গেল।— SHATAKSHI DAS (@shatakshi_das) September 18, 2024
আরও পড়ুনঃ কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের আবহাওয়া? এখানে দেখে নিন
অন্যজন আবার ঘোষকে কটাক্ষ করে বলেন, ‘খেলুন না ? কে না করেছে ? খেলা হবে খেলা হবে তো আপনারাই বলতেন , বল এখন আপনাদের পেনাল্টি বক্সে , আপনার মুখপাত্র পদ ভোগে গেল , মুখপাত্রের কাজ যুত্সই জবাব দেওয়া , এতো মুখপাত্রে ছবি দেখায় , কি বোকা , অভিনেত্রীদের গ্রহন যোগ্যতা বেশি , মুখপাত্রের কাশি বেশি।’
খেলুন না ? কে না করেছে ? খেলা হবে খেলা হবে তো আপনারাই বলতেন , বল এখন আপনাদের পেনাল্টি বক্সে , আপনার মুখপাত্র পদ ভোগে গেল , মুখপাত্রের কাজ যুত্সই জবাব দেওয়া , এতো মুখপাত্রে ছবি দেখায় , কি বোকা , অভিনেত্রীদের গ্রহন যোগ্যতা বেশি , মুখপাত্রের কাশি বেশি— Ashish Bhowmick (@AshishB11721916) September 18, 2024