বিক্রম ব্যানার্জী: ফের আরজি কর ইস্যুতে বেসুরো কুণাল ঘোষ(Kunal Ghosh)। শহরের নামি হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় আন্দোলনকারীদের সরাসরি নিশানা করে বসলেন তৃণমূল মুখপাত্র? সোমবার নিজের এক্স হ্যান্ডেল একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন তৃণমূল নেতা(Kunal Ghosh)। যেখানে নাম না করে অভয়ার বিচারের দাবিতে সরব আন্দোলনকারীদের কাঠগড়ায় তুললেন তিনি!
সমাজ মাধ্যমে কুলতলি ধর্ষণ কাণ্ডের প্রসঙ্গ টেনে কুণাল লেখেন, ‘কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ আরজি কর নিয়ে পোস্ট করছেন, ‘না বিচারের চার মাস।’ সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ব্যক্তি স্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রচারের লাভ এদের নেশায় দাঁড়িয়েছে। 24 ঘণ্টার মধ্যে ধর্ষণ ও খুনের আসল লোকটিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিস। তাদের হাতে থাকলে এতদিন কুলতলির মত ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত।’
তৃণমূল নেতা আরও জানান, ‘এই অতিবিপ্লবী বা মেকি বিপ্লবীরাই কোর্ট থেকে সিবিআই এনেছে। তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম হয়েছে। আদালতে রোজ বিচারের সাক্ষ্য, শুনানি চলছে। সুপ্রিম কোর্ট নজরদারি করছেন। সেখানেও ভুয়ো বিপ্লবীদের আইনজীবীরা রয়েছেন। কোথাও কোনো ফাঁক নেই। বিচার চলছে। তাহলে ‘না বিচার’ বা ‘বিচারহীন’ বলে উস্কানিমূলক দিন গণনার পোস্ট দিচ্ছেন কারা?
নিজেদের প্রচার, কেরিয়ার, রাজনীতি, ফিল্ম ফেস্ট, যাবতীয় কাজ গুছিয়ে এই সব মিথ্যা পোস্টের নাটক যাঁরা করছেন, এইসব স্বার্থপর, নাটকবাজ, অভয়ার আবেগকে বিক্রি করে নিজের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন।’
অভয়ার প্রসঙ্গ টেনে সমাজ মাধ্যমে কুনাল ঘোষের আক্রমণাত্মক পোস্ট ঠিক কাদের উদ্দেশ্যে, তা জানা সম্ভব হয়নি। পোস্টে উল্লিখিত স্বার্থপর, নাটকবাজ ও শয়তান শব্দগুলি আসলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিংবা বামপন্থীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিনা তাও স্পষ্ট করে লেখেননি কুণাল। তবে তৃণমূল নেতার এহেন বিস্ফোরক পোস্টেকে একে বারেই খোলা মনে নেননি নেট নাগরিকরা।
পোষ্টটি দেখুনঃকতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ RGKar নিয়ে পোস্ট করছেন, 'না বিচারের চার মাস।'
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 9, 2024
সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ব্যক্তিস্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রচার লাভ এদের নেশায় দাঁড়িয়েছে।
24 ঘন্টার মধ্যে ধর্ষণ ও খুনের আসল লোকটিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস। তাদের হাতে থাকলে এতদিনে…
তৃণমূল মুখপাত্রের মন্তব্যের প্রতিক্রিয়ায় এক নেটিজেন লিখেছেন, ‘প্রশাসনিক মদতে প্রমাণ লোপাট করে এখন বড়ো বড়ো আওয়াজ করা হচ্ছে। ঘটনার দিন সেমিনার কক্ষে অভীক দে কে পুলিশ সাংবাদিক সম্মেলনে পরিচয় দিয়েছিল ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট। এখন সুপার সন্দিপ ঘোষ ও আশিষ পান্ডের নামে চার্জশিট দাখিল করতে রাজ্য সরকার সিবিআই কে অনুমতি দিচ্ছে না।’
আরও পড়ুন: পুরনো স্মৃতিতে ভিজবে চোখ! ফটোজ অ্যাপে রিক্যাপ ফিচার এনে চমকে দিল Google