কলকাতা জুড়ে বিক্ষোভ অব্যাহত। এখনও চলছে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে টর্চলাইট মিছিল। লক্ষ্য RG ট্যাক্স কেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই বিক্ষোভের মাঝেই দানা বেঁধেছে “কাশ্মীর মাঙ্গে আজাদি” স্লোগান বিতর্ক। বিক্ষোভে উত্তেজনা বাড়ছে।
আসল ব্যাপারটি কী
আজ আবার সুপ্রিম শুনানি। তার আগে কাল শহর কলকাতায় একাধিক জায়গায় আরজি কর কাণ্ড নিয়ে মিছিল চলেছে। আরজি কর থেকে শ্যামবাজার, ক্যালক্যাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে ডানলপ, মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা, এসএসকেএম ও এনআরএস থেকে ধর্মতলা, কেপিসি মেডিক্যাল কলেজ থেকে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল ছিল অব্যাহত।
আসলে, আরজি কর মেডিক্যাল কলেজের এক তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর বিচারের দাবিতে বাংলা এখন একজোট। প্রতিবাদ চলছে। দায়ী ব্যক্তিদের জবাবদিহি করার উপর দৃষ্টি নিবদ্ধ করে বিক্ষোভ অব্যাহত। যাদবপুরে একটি সমাবেশের সময়, যাদবপুরের প্রতিবাদীরা “কাশ্মীর মাঙ্গে আজাদি” স্লোগান দিয়ে বসে, আর তা দেখেই বরাবরের মতো সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে, ঘোষ ন্যায়বিচারের জন্য একটি বিক্ষোভে এই স্লোগানের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। এদিন তিনি জুনিয়র ডাক্তারদেরও চ্যালেঞ্জ করেছিলেন, ব্যঙ্গাত্মকভাবে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁরা শুধুমাত্র “আজাদ কাশ্মীর” থেকে রোগীদের চিকিৎসক করবেন কিনা। ঘোষ ন্যায়বিচারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন ঠিকই। কিন্তু বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতির গুরুতরতা স্বীকার করার জন্যও আহ্বান জানিয়েছেন।
কুণালের কথায়, ‘আর জি করে ন্যায়বিচারের আন্দোলনে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান!!!! যাদবপুরে এরা কারা???? এদের উদ্দেশ্য কী? জুনিয়র ডাক্তাররা কি ‘আজাদ কাশ্মীরের’ বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না??? তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।’
এদিন কুণালের এই পোস্টে চমকেছেন নেটিজেনরা। একজন লিখলেন, ‘সেকি ন্যায় বিচার চাই. তাহলে evidence গুলো এতো প্ল্যান আর কষ্ট করে নষ্ট করা হলো কেন? সন্দীপ ঘোষ কে প্রমোশন কেনো দেওয়া হচ্ছিল? ময়নাতদন্ত সঠিকভাবে কেনো করা হয় নি? এরপর বলছেন ন্যায় বিচার চাই? মেরুদণ্ড থাকলে বলুন আমরা অপরাধী কে বাঁচাতে চাই।’
সেকি ন্যায় বিচার চাই. তাহলে evidence গুলো এতো প্ল্যান আর কষ্ট করে নষ্ট করা হলো কেন? সন্দীপ ঘোষ কে প্রমোশন কেনো দেওয়া হচ্ছিল? ময়নাতদন্ত সঠিকভাবে কেনো করা হয় নি? এরপর বলছেন ন্যায় বিচার চাই? মেরুদণ্ড থাকলে বলুন আমরা অপরাধী কে বাঁচাতে চাই.— Niladri (@nilsghosh) September 29, 2024
কুণালের ভাইরাল পোস্ট
আর জি করে ন্যায়বিচারের আন্দোলনে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান!!!!
যাদবপুরে এরা কারা????
এদের উদ্দেশ্য কী?
জুনিয়র ডাক্তাররা কি ‘আজাদ কাশ্মীরের’ বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না???
তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 29, 2024
চর্চিত ভিডিয়োটি দেখুন এখানে
RG Kar Protestors are calling for – “Kashmir Mange Azaadi”.
Separatist Anti-national elements have taken control of the movement! pic.twitter.com/TBP6AqAgvs— Nabarun Bhattacharya (@Nabarun204) September 29, 2024