Kunal Ghosh: টলিউডের নীরবতা নিয়ে ফের একহাত নিলেন কুণাল

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Kunal Ghosh: দলের পক্ষে দাঁড়িয়ে নিজের অবস্থানে অনড় থাকছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh)। তেমনটাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি। আরজিকর কাণ্ডের(RG Kar Case) ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন কুণাল। আন্দোলনকেও সমর্থন করেছেন। কিন্তু বেশ কিছু মন্তব্য এবং ঘটনাকে কটাক্ষ করেছেন তিনি।

সম্প্রতি হিন্দিতে একটি বাংলাকে কেন্দ্র করে সিনেমা তৈরি হয়েছে, যে সিনেমাটিকে ঘিরে বিভিন্ন স্তর থেকে একাধিক অভিযোগ তোলা হয়েছে। যাতে রাজ্যের মধ্যে অশান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে বলেও অভিযোগ করছেন অনেকে। এবার সেই বিষয়ে এই তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ‘যে সমস্ত টলিউডের(Tollywood) শিল্পীরা সিনেমা জগতের সঙ্গে যুক্ত তারা একটিবারের জন্যও এই ধরনের প্ররোচনামূলক ছবির বিরুদ্ধে একটিও শব্দ খরচ করলেন না।’ তার সেই মন্তব্য নিয়ে বিভিন্ন বিতর্কও হয়েছে। অনেকে সমর্থন করেছেন, অনেকে বিরোধিতাও করেছেন।

এবার নিজের অবস্থানেই যে তিনি অনড় রয়েছেন, সেটাও ফেসবুক পোস্ট এর মাধ্যমেই জানিয়েছেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলার ভাবমূর্তি নষ্ট করা হিন্দিতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা নিয়ে টলিউডের নিষ্ক্রিয়তা ও নীরবতা নিয়ে পোস্ট করেছিলাম। তাতে অনেকে সমর্থন করেছেন। অনেকে বিরোধীতা করেছেন। টলিউডের যারা বিরোধিতা করলেন,আমার জন্য সময় নষ্ট না করে তারা অন্তত একটা পোস্ট করতে পারতেন, যেমন সোহম করেছেন। ছবি তৈরি তো পরের কথা, একটা পোস্ট, একটা টুইট কি করা যেত না? আমি যা বলেছিলাম, তাতেই থাকছি।”

আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা প্রত্যাহার! মেদিনীপুর মেডিক্যালে প্রভাবশালী মুস্তাফিজুর নিয়ে ক্ষোভ

তবে কুণালের ফেসবুক পোস্টে নেটিজেনদের অনেকেই বিভিন্ন মতামত পোষণ করেছেন। তবে বেশিরভাগই কুণালের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন। যেমন একজন লিখেছেন, “২১শে জুলাই এর মঞ্চে উঠে বসবে, আর দলের প্রচারে সমর্থন করবে না। এটা হতে পারে না। বাংলার ভাবমূর্তি রক্ষার জন্য তারা এরকম ছবির বিরুদ্ধে যদি সোচ্চার হতেন, তাহলে শক্তিশালী বার্তা যেত।” কুণালের পোস্টকে অধিকাংশই সমর্থন জানিয়েছেন।