Kunal Ghosh: লাফিয়ে বাড়ছে পুজোর(Durga Puja) ভিড়। মহালয়া থেকে চলছে ঠাকুর দেখা। কিন্তু কথা ছিল, পুজোয় ফিরবে না কেউই। কই সবাই তো ফিরলেন। বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, কাতারে কাতারে মানুষ, পুজোয় মেতে উঠেছেন। নেটজনতার মনে এমন প্রশ্ন জানতেই ফুঁসে উঠলেন কুণাল ঘোষ(Kunal Ghosh)।
ফেসবুকে পোস্ট করে বললেন, ‘ভেবেছিলাম 4% ভিড় কম হবে। কারণ…। সে যাক, দেখছি পুজোর সংখ্যা বেশি, ভিড়ও বেশি। তাহলে 4%???… সে যাক, অন্যায় হলে প্রতিবাদ থাকবে। আবার উৎসব-অর্থনীতিতে বহু পরিবারে আলো জ্বালতে হবে। কিন্তু ওই হতাশার 4%… CBI চার্জশিটে মন ভেঙে পুজো মরশুমে মিছিল আর ফেস বুক বিপ্লব। তবু, 4%= 0। সে যাক, এরাই বানতলা, ধানতলার ধারকবাহক; ইদানিং সুশান্তর ভিডিওসঙ্গী। এই 4% এর ফেস বুক বাতেলা উৎকৃষ্ট বিনোদন। পুজোর কদিন এদের কতরকম অবসাদের পোস্ট ঘুরবে। সে যাক, আমরা প্রথম থেকে একই অবস্থানে আছি। দোষীর চরম শাস্তি, ভুল থাকলে সংশোধন। তবে ঐ 4%… সে যাক গে।’
সাধরণ মানুষের কী দাবি?
কুণালের এমন উক্তি পড়ে, একজন সচেতন নেটজনতার দাবি, ‘যত অন্যায় অবিচার করবে তত উত্সব খেলা মেলার প্রচার করতে হবে আর শিল্প শিক্ষা স্বাস্থ্য সব ধংস করে উত্সব অর্থনীতির প্রচার করতে হবে।’ অন্যজন আবার লিখলেন, ‘ন্যায় বিচারের জন্যে তীব্র প্রতিবাদ হোক। কিন্তু উৎসব সবার। সত্যিই অনেক মানুষের রুজিরোজগারের ব্যপার আছে।’ একজন আবার ঘোষের ভুল ধরিয়ে দাবি করেছেন, ‘ওটা 6 % হবে মনেহয়.. হয়তো আমি ভুলও হতে পারি।’
আরও পড়ুনঃ মেদিনীপুরের ছেলের সাফল্য, জ্যাভলিন থ্রোয়ে লক্ষ্যভেদ মেঘনাদের
কেউ কেউ আবার কুণালের দিকেই কটাক্ষ ছুঁড়ে লিখেছেন, ‘বলছি শুধু উৎসবের ভিড়ের পোষ্ট না দিয়ে ঠিক এই একই সময় ঘাটাল সহ বিস্তীর্ন এলাকায় বন্যা পরবর্তী আবহে মানুষ কেমন আছে তারও একটা পোষ্ট হয়ে যাক।’ একজন লিখলেন, ‘আপনার বিচার আসছে চিন্তা করবেন না একদম।’
ভেবেছিলাম 4% ভিড় কম হবে। কারণ…। সে যাক, দেখছি পুজোর সংখ্যা বেশি, ভিড়ও বেশি। তাহলে 4%???… সে যাক, অন্যায় হলে…Posted by Kunal Ghosh on Monday, October 7, 2024