Kunal Ghosh:বেসুরো কুণাল, রাজ্য প্রশাসনকেই নিশানা?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Kunal Ghosh: দলের হয়ে ব্যাটিং করে যাচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh)আরজিকর কাণ্ড(RG Kar Case) নিয়ে যখন তৃণমূলের অনেক নেতাই একেবারে মুখে কুলুপ এটেছেন, তখন দলের হয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাচ্ছেন কুণাল। আর সেই পথে চলতে চলতে এবার মমতা সরকারের প্রশাসনের দিকেই আঙ্গুল তুলে বসলেন কুণাল।

মমতা প্রশাসনের উদ্দেশ্যেই কুণালের(Kunal Ghosh) বক্তব্য, “প্রশাসনের পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন। সেখান থেকেই বিরক্তি আর অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেই নাগরিকরা পথে নেমেছেন। প্রশাসন এমন কোনো কাজ করবে কেন, যে অবস্থা সামলাতে শাসকদলকেও ‘বিচার চাই’ বলে কর্মসূচি নিতে হবে। তাও দলের সবাই সমানভাবে নামেন না।”

কুণাল কি বেসুরো গাইতে শুরু করলেন? প্রশ্নটা উঠতে শুরু করেছে। তার কারণ, দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় আরজি কর কাণ্ডের এই আবহে যখন তৃণমূল দলীয়ভাবে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে, তখন তিনিই একমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন। তার গলাতেই হঠাৎ আত্মসমালোচনার সুর। কুণাল বলেন, ‘আত্মসমালোচনা দরকার। নাগরিকদের কর্মসূচির বিরোধিতা বা পাল্টা কর্মসূচির প্রশ্নই নেই।’

তবে কুণাল এও মনে করিয়ে দিয়েছেন, ‘নাগরিকদের আবেগকে ব্যবহার করে বিজেপি, সিপিএম কুরাজনীতি করছে। এদের জমানার ঘটনাগুলো মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার। তাই করছি। সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়েই কুরাজনীতি করছে। তার প্রতিবাদ হবে। তারা আয়নায় মুখ দেখুক।’ কুণালের ব্যাখ্যা, ‘প্রথম থেকেই আমার অবস্থান স্পষ্ট। দোষীদের চরম শাস্তি হোক। কেউ যদি আড়াল করে থাকে, চিহ্নিত হোক, শাস্তি হোক।’

আরও পড়ুনঃ মেদিনীপুরের মাঠে Justice for RG Kar, প্রতিবাদ মেদিনীপুর মহামেডানের

কুণাল বলেন, ‘প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেয়নি। নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য। কিন্তু প্রশাসন এমন কোনো কাজ করবে কেন, যার জন্য শাসক দলকে ‘বিচার চাই’ বলে কর্মসূচি নিতে হবে’। কুণালের পোস্টে বিরোধিতা আর ট্রোলের বন্যা বয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, প্রশাসনের মাথায় তো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোন প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলছেন? এই প্রসঙ্গে বিজেপির তরফেও খোঁচা দিয়ে বলা হয়েছে, ‘দিদিকে বলো’র নম্বর বোধহয় কুণাল হারিয়ে ফেলেছেন। সেখানে ফোন করলেই স্পষ্ট জবাব পেয়ে যাবেন।’