Kunal Ghosh: তৃণমূল বিধায়কের ইলিশ উৎসব নিয়ে কটাক্ষ কুণালের, খোঁচা সজলের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Kunal Ghosh: আর জি কর কাণ্ডের(RG Kar Case) বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। দিনের পর দিন প্রতিবাদ আন্দোলনের মাত্রা বেড়েই চলেছে। নাগরিক সমাজ পথে নেমে এসে দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন। প্রতিবাদ মিছিলে শিল্পী, বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা,সেন্ট জনস ডায়োসেশনের প্রাক্তনীরাও পথে নেমেছেন।

উত্তর থেকে দক্ষিণ-পূর্ব থেকে পশ্চিম, আরজিকর প্রতিবাদের ঢেউ একেবারে রাজপথে আছড়ে পড়েছে। বিচার চাই দাবিতে স্লোগান চলছে অহরহ। রাত দখলে ফের নারীসমাজ পথে। আর এর মধ্যেই নির্লজ্জতার পরিচয় দিল তৃণমূল বিধায়ক পরেশ পাল। আরজিকর আবহের মধ্যেই কাঁকুড়গাছিতে ইলিশ উৎসবের(Llish festival) আয়োজন করেছে তৃণমূল বিধায়ক পরেশ পাল। প্রতি বছরের মতো কাকুড়গাছিতে এই উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরা এসেছিলেন। তবে এবার সংখ্যাটা একেবারেই কম।

পরেশের সেই ইলিশ উৎসবে(Llish festival) ছবি ছিল মমতা- অভিষেকের। এই প্রসঙ্গেই কুণাল(Kunal Ghosh) বলেন, ‘এই সময়টা ইলিশ উৎসবের নয়। কোনো দায়িত্বশীল ব্যক্তির এই বিষয়ে বোঝা উচিত।’ কুণালের কথায়, ‘একটি মেয়ের ভয়ংকর মৃত্যু হয়েছে। আমরা সবাই ব্যথিত। নাগরিক সমাজ প্রতিবাদে পথে নেমেছেন। আমি কারো সমালোচনা করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee and Abhishek Banerjee) ছবি ব্যবহার করে ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। হয়তো তারা জানেন না। তাদের অনুমতিও নেওয়া হয়নি। অন্য প্রোগ্রাম আর ইলিশ উৎসবের মধ্যে পার্থক্য রয়েছে।’

আরও পড়ুনঃ বেসুরো কুণাল, রাজ্য প্রশাসনকেই নিশানা?

কুণাল আরো বলেন, ‘আমাকেও তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, ছবি পাঠিয়েছিলেন। তবে এবার মনে হয়েছে যাওয়াটা ঠিক নয়। বর্তমান সময়ে ইলিশ উৎসব রুচিশীলতার পরিচয় দেয় না।’ কুণালের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ খোঁচা দিয়ে বলেছেন, ‘হঠাৎ বহুরূপীর বিবেক জাগ্রত হয়েছে’।