Kunal Ghosh: বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের চ্যালেঞ্জ করলেন কুণাল! বললেন ‘শিরদাঁড়া থাকলে মুখোমুখি অধিবেশনে আসুন’

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Kunal Ghosh: রাজ্যের অভিনেতা-অভিনেত্রীদের(Tollywood actress) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। সমাজ মাধ্যমে টিকে থাকার লড়াইয়ে বিভিন্ন সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলতে হয় তাকে। অতি সম্প্রতি বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথেও বিতর্কে জড়িয়ে ছিলেন এই তৃণমূল নেতা। মাঝেমধ্যেই নয়া ভঙ্গিতে তাকে কলা কুশলীদের কটাক্ষের জবাব দিতেও দেখা যায়। আর রাজনৈতিক মহল তো রয়েছেই। মঙ্গলবার বাংলার অভিনেতা-অভিনেত্রীদের একযোগে বিঁধলেন কুণাল। ভাইরাল হয়েছে সেই ফেসবুক পোস্ট।

কুণালের ফেসবুক পোস্ট
দীর্ঘ বেশ কিছুদিন ধরে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির নামকরা গুটি কয়েক শিল্পীদের সাথে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বাকবিতণ্ডা চোখে পড়ছে। কুণালের করা মন্তব্য এবং তার পাল্টা বিরূপ প্রতিক্রিয়া সবমিলিয়ে সমাজ মাধ্যম হয়ে উঠেছে একপ্রকার ঘোলা জল। তবে এরই মধ্যে মঙ্গলবার বাংলার অভিনেতা-অভিনেত্রীদের এক হাতে নিলেন কুণাল। কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মাঝারি পোস্ট করে কুনাল লেখেন,

যে অভিনেতা, অভিনেত্রীরা আমার নামে বা নাম না নিয়ে আমার সমালোচনা করছেন, মারধরের হুমকি দিচ্ছেন, তাঁদের যুক্তির দম, সাহস ও…Posted by Kunal Ghosh on Monday, September 23, 2024

যে অভিনেতা, অভিনেত্রীরা আমার নামে বা নাম না নিয়ে আমার সমালোচনা করছেন, মারধরের হুমকি দিচ্ছেন, তাঁদের যুক্তির দম, সাহস ও শিরদাঁড়া থাকলে মুখোমুখি অধিবেশনে আসুন। ওঁরা সবাই থাকুন। আমি একা থাকব। সরাসরি সম্প্রচার হোক। টিভি চ্যানেল উদ্যোগ নিতে পারেন। আমার অনুপস্থিতিতে বীরত্ব দেখাচ্ছেন কেন রিল লাইফের মত; রিয়েল লাইফে সামনাসামনি হোক। মানুষ শুনে সিদ্ধান্ত নিন।

আরও পড়ুনঃ হার চুরির অভিযোগে মেদিনীপুরে মধ্যযুগীয় শাস্তি, ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

প্রসঙ্গত, ইন্ডাস্ট্রির নির্দিষ্ট কিছু অভিনেতা-অভিনেত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে দলীয় মুখপাত্রের এই পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটির কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যাবে, অধিকাংশই কুণালের পক্ষ নিয়ে তাকে বাহবা জানিয়েছেন। তবে কেউ আবার লিখেছেন, ‘আপনি মুখামুখি বসতে চাইলেই সব পালায় ……এর আগে বসেনি রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।…..এরাও বসবে না’।