RG Kar Case: আরজি করে হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ হবে, কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া বার্তা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচির সময় হঠাৎ আরজিকর হাসপাতালে ব্যাপক হামলা এবং তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। আরজি করে(RG Kar) ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের ডাক দিয়ে একটি কর্মসূচি নিয়েছিল বাংলার মহিলারা। এর প্রতিবাদে বাংলার প্রায় সমস্ত জায়গাতেই ব্যাপক সংখ্যায় মহিলারা অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন পুরুষেরাও। আর ঠিক সেই কর্মসূচির রাতেই দেখা গেল, এক শ্রেণীর দুষ্কৃতীরা আরজি করে ঢুকে ব্যাপক হামলা এবং তাণ্ডব চালিয়েছে।

কিন্তু কারা আরজি করে(RG Kar) হঠাৎ হামলা চালালো? তাদের উদ্দেশ্য কি ছিল? এদের রাজনৈতিক পরিচয়টাই বা কি? তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও কলকাতা পুলিশের(Kolkata Police) তরফে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে। সেখানে কলকাতা পুলিশ জানিয়েছে, ‘আরজি করে(RG Kar) গত রাতে পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী হঠাৎ ঢুকে হামলা চালায়। সেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভাঙচুর করে হামলা চালায়। হাসপাতালের একাংশে ভাঙচুর চালায় তারা।’

আরও পড়ুনঃ BSNL কে JIO চ্যালেঞ্জ! ওয়াইফাই বিনামূল্যে মিলবে

কলকাতা পুলিশের তরফে ওই সোশ্যাল মিডিয়া পোস্টে আরো লেখা হয়েছে, ‘হঠাৎ রাতে পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী ঢুকে পড়ে। আমাদের ডিসি নর্থের সঙ্গে সংখ্যায় কম আমাদের সহকর্মীরা থাকলেও প্রাণের ঝুঁকি নিয়ে ওই বিশাল বাহিনীকে রুখে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তিনি। আমাদের বহু সহকর্মী আহত হয়েছেন। কারো কারো আঘাত যথেষ্ট গুরুতর। আমরা দুষ্কৃতীদের নেতাদের চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ প্রসঙ্গত: আরজি করে বুধবার রাতের হামলায় ডিসি নর্থ গুরুতরভাবে জখম হয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

https://www.facebook.com/share/p/AV8qWsuqyPT8Vcai/?mibextid=oFDknk