Monthly salary: কত টাকা বেতন পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক কেরিয়ারে নানান ওঠা পড়ার সম্মুখীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Banerjee)। রাজনীতির ময়দানে তার সংগ্রামের কাহিনী অন্তত পশ্চিমবঙ্গবাসীর অজানা নয়। মুখ্যমন্ত্রী হিসেবে তার চলাফেরায় আভিজাত্যের ছাপ থাকলেও সাদামাটা জীবনকেই বেছে নিয়েছেন মমতা। কাজেই এহেন একজন মানুষের বেতন(Monthly salary) সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অনেকেরই। সেই তথ্যই দেবে আজকের প্রতিবেদন।

মাসিক বেতনের পাশাপাশি ভারতীয় নিয়ম অনুযায়ী সাম্পচুয়ারি অ্যালোওয়েন্স, বিনামূল্যে থাকার জায়গা, সিকিউরিটি ও নিয়মিত যাতায়াত, প্রয়োজনে বিদেশে যাওয়ার ভাতা সহ নানান ভাতা পেয়ে থাকেন মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই তালিকারই একজন। তবে তিনি বেশ কয়েকবছর আগেই দাবি করেছেন রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন বাবদ কোনও রকম টাকা পয়সা তিনি নেন না। সেই সাথে নেই কোনও ভাতাও। জানা যায়, বই লেখা তার পুরনো অভ্যাস। আর সেই বইয়ের লেখক সত্ত্বা বাবদ পাওয়া রয়্যালটির টাকা টুকুই নেন মুখ্যমন্ত্রী।

গত বছর অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী বিধায়কদের বেতন ও ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। তবে সেই সময়েও বেতন বাড়েনি মমতার। এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘নিয়ম মেনে প্রত্যেকের বেতন বাড়ানো হলেও মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হয়নি। কারণ নিজের মহানুভবতার জন্য বেতন গ্রহণ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়।’ তবে সেই সময়ে মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানোর অনুরোধ জানিয়ে বিমান বলেছিলেন, ‘অন্তত ভবিষ্যতের কথা ভেবে বেতন সংশোধনের বিষয়টি প্রয়োজনীয়।

তাই সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বাড়ানো হোক। না হলে বিষয়টা ঠিক দেখায় না।’ সূত্রের খবর সেই অনুরোধে মুখ্যমন্ত্রীর তরফে কোনও রকম সাড়া মেলেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেষ বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন ও ভাতা বাবদ 1 লাখ 17 হাজার 1 টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে সেই অর্থের কানাকড়িও নাকি ছুঁইয়েই দেখেননি মমতা।

আরও পড়ুন: লেবাননে পেজার হামলা, 40 ফিলিস্তিনি হত্যা! দায় স্বীকার করলেন নেতানিয়াহু