বিক্রম ব্যানার্জী: খড়গপুর আইআইটি-র(Kharagpur IIT) ইতিহাসে বিরল ঘটনা। প্রতিষ্ঠানটিতে বেলাগাম স্বজনপোষণের অভিযোগ তুলে মানব উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েছিল খড়গপুর শিক্ষক সমিতি। এবার সেই কারণেই কাঠগড়ায় উঠতে হলো তাদের। মন্ত্রীকে চিঠি দেওয়ার অপরাধে একসঙ্গে 86 জন অধ্যাপককে শোকজ করল খড়গপুর আইআইটি(Kharagpur IIT) কর্তৃপক্ষ। যা সামনে আসতেই শোরগোল পড়েছে নানা মহলে। অধ্যাপকদের শোকজের প্রতিবাদে নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সমিতি।
সূত্রের খবর, খড়গপুর আইআইটিতে অভূতপূর্ব স্বজন পোষণের অভিযোগে সুর চড়িয়েছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক মহলের একাংশ। তাদের অভিযোগ, দীর্ঘ 5 বছরেরও বেশি সময় ধরে খড়গপুর আইআইটিতে বেলাগাম স্বজনপোষণ চলছে। যার জেরে সুনাম নষ্ট হচ্ছে প্রতিষ্ঠানটির। এরপরই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে মানব উন্নয়ন মন্ত্রীকে চিঠি লেখে খড়গপুর শিক্ষক সমিতি। চিঠিতে খড়গপুর আইআইটির পরবর্তী পরিচালক নির্বাচনের ক্ষেত্রে একজন যোগ্য ও উচ্চ শিক্ষিত ব্যক্তিকে বেছে নেওয়ার অনুরোধ জানানো হয় মন্ত্রীর কাছে।
মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠিতে একাধিক অভিযোগ জানায় শিক্ষকরা। বলা হয়, প্রতিষ্ঠানটির অন্দরে ব্যাপকভাবে স্বজনপোষণের ঘটনা ঘটছে। যা মূলত বর্তমান অধিকর্তার আমলেই সবচেয়ে বেশি। এছাড়াও আইআইটি খড়্গপুরের বর্তমান অধিকর্তা ভিকে তেওয়ারির বিরুদ্ধে পক্ষপাতীত্বের অভিযোগ এনে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় শিক্ষক মহলের তরফে। আর এরপরই মন্ত্রীকে চিঠি লেখার অপরাধে শিক্ষক সমিতির সদস্যদের শোকজ করে কর্তৃপক্ষ। শোকজের পরই আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের তরফে শিক্ষকদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে।
প্রথমত প্রতিষ্ঠানটিতে ব্যাপক স্বজনপোষণ এবং তার প্রতিবাদ জানানোয় অধ্যাপকদের শোকজের নোটিশ, এই গোটা বিষয়ের প্রতিবাদে রেজিস্টারকে চিঠি দিয়েছেন শিক্ষকরা। সেখানে অবিলম্বে অধ্যাপকদের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছে। শিক্ষক সমিতির অনুরোধ মেনে অধ্যাপকদের রেহাই না দেওয়া হলে সোমবার থেকেই আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আইআইটি খড়্গপুরের শিক্ষক মহল।
যদিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গণ আবেদনের ক্ষেত্রে সমস্ত শিক্ষক একসাথে সই করতে পারবেন না। মন্ত্রীকে চিঠি লেখার অপরাধে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এই বিষয়ে খোলসা করে জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবারই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে পারেন শিক্ষক মহলের একাংশ।