Kanchenjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ! ফের রেল দুর্ঘটনা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ফের রেল দুর্ঘটনা! দুর্ঘটনার মুখে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchenjunga Express Accident)! নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে একটি মালগাড়ি পিছন থেকে ট্রেনটিকে ধাক্কা মেরেছে বলে। জানা গিয়েছে। লাইনচ্যুত দু’টি কামরা! আহত বহু! শুরু হয়েছে উদ্ধার কাজ!

সদ্য রুট বৃদ্ধি হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। রবিবার থেকে বর্ধিত রুট চালুর আগেই এবার দুর্ঘটনার কবলে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিন্তু নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে একটি মালগাড়ি পিছন থেকে ট্রেনটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেক যাত্রী। দুর্ঘটনার খবর ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে।

প্রসঙ্গতঃ উল্লেখ্য, রবিবার থেকে বর্ধিত রুটে চলার কথা শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগে আগরতলা পর্যন্ত চলতো। কিন্তু রবিবারের পর থেকে ট্রেনটি চলবে সবরুম পর্যন্ত। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সবরুম থেকে সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদহ পৌঁছবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে।