Kanchan Mullick: “ঐ মহিলা” নিয়ে কাঞ্চনের ভোলবদলের গল্প, জানালেন দেবপ্রতিম

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Kanchan Mullick: গরম জলের মতো টগবগ করে ফুটছে কাঞ্চন বিতর্ক। কিছু দিনই আগে আরজি কর আন্দোলনে শামিল অভিনেতাদের নিয়ে কথা বলতে গিয়ে রীতিমত বিপাকে পড়ে যান কাঞ্চন। বলেছিলেন, ‘শিল্পীরা কি পুরস্কার ফেরত দেবে?’

আসলে, আরজি কর কাণ্ডের(RG kar case) প্রতিবাদে, সুবিচার চেয়ে একের পর এক শিল্পীরা তাঁদের পুরস্কার ফিরিয়ে দিয়ে যাচ্ছেন। উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। এমন সময়ে কাঞ্চনের(Kanchan Mullick) মন্তব্য বিঁধেছে সকলকে। তারই বিপক্ষে সরব টলিউড(Tollywood)। ছেড়েছেন বন্ধুত্বের হাতও। পরে তৃণমূল বিধায়ক(TMC MLA) পরে ক্ষমা চাইলেও সেভাবে লাভ হয়নি।

সুপ্রিয় দত্ত, সুদীপ্তা চক্রবর্তী -সহ আরও অনেকে একে একে ফেরাচ্ছেন পুরস্কার। এবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ টেলি আকাডেমি পুরস্কার ফেরানোর কথা জানালেন অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত(Debapratimm Dasgupta)। প্রয়োজনে ধার করে পুরস্কারের টাকা শোধ করবেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ জঙ্গলমহলের জেলাগুলোর আবহাওয়ার কেমন থাকতে পারে আজ?এখানে দেখে নিন

এ প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেছেন দেবপ্রতিম। কাঞ্চনের(Kanchan Mullick) বন্ধু তিনি। লিখেছেন, ‘একটা কথা বলা দরকার, ২০১৮ সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি থেকে সেরা চিত্রনাট্যকার সম্মান পাই আমি। সেই রাতে কাঞ্চন আমাকে ফোন করে বলে ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি? Ipta করা তোর বাবা ওপরে গিয়ে খাবি খাচ্ছে আজ, ছিঃ, ওই বাপের এই ছেলে!!!’

আরও পড়ুনঃ Horoscope: কেমন কাটতে পারে আপনার শুক্রবার দিন?রইল আজকের রাশিফল

কাঞ্চন(Kanchan Mullick) যে আদৌ এমন কথা বলেছেন তার যদিও কোনও প্রমাণ নেই তাঁর কাছে। এ কথাও স্বীকার করে এদিন অভিনেতা লেখেন, ‘প্রমান নেই, কারণ বন্ধুদের কথা রেকর্ড করে রাখার দরকার পড়েনি কোনোদিন।’ তারপর আসেন নিজের কথায়। ফেসবুক পোষ্টে আরও লেখেন, ‘এরপর তিনি বিধায়ক হলেন। আজ উনি বুঝিয়ে দিলেন পুরস্কার মানে কি, সম্মান কথার আসল মানে।
সেদিনই বলতে পারতাম কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে এক লক্ষ টাকা আমার কাছে নেই। থাকলে ওই বক্তব্য শুনেই ফিরিয়ে দিতাম।
আজ বলছি : দরকার হয় ধার করবো।’

আরও পড়ুনঃ কলকাতা সহ জঙ্গলমহলের আজকের দামগুলো দেখে নিন

যে করেই হোক ওই পুরস্কার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন অভিনেতা। সে প্রসঙ্গেও তিনি লিখেছেন, ‘আমি সেই সম্মান (!) ফিরিয়ে দেবো। (এতদিন বলিনি লোক বলবে ফুটেজ খেতে লিখছি, কিন্তু সকলের প্রতিবাদে চুপচাপ আছি তাই দমবন্ধ লাগছে )।’ যদিও এই কথায় একজন নেটিজেনের দাবি, ‘আপনি ফুটেজ খাওয়ার লোক নন। যা বলছেন, ঠিকই বলছেন। আর বিধায়কবাবুকে নিয়ে কিছু বলার নেই, তিনি নিজের মানসম্মান, মনুষ্যত্ব, শ্রদ্ধাভক্তি সবকিছু চটির তলায় উৎসর্গ করেছেন।’

আরও পড়ুনঃ আর জি করের ঘটনার প্রতিবাদে শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফেরালেন অবসরপ্রাপ্ত শিক্ষক

এরপরেই কাঞ্চন মল্লিককে(Kanchan Mullick) বিঁধে তাঁর দাবি, ‘আশা করি আমার বাবা আর ওপরে গিয়ে খাবি খাবেন না। উনি আমার প্রথম শিক্ষক। শিক্ষক দিবসে এটাই শ্রদ্ধা 🙏’

আরও পড়ুনঃ জার্মানিতে ‘আয়রন ম্যান’ ঝাড়গ্রামের জনা মান্ডি

দেবপ্রতিম বাবুর এই পোস্টে রীতিমত চমকে গিয়েছে নেটপাড়া। তাঁর পাশে থাকার বার্তা দিয়ে সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন ‘আমরা চাঁদা তুলে দেবো তাজু দা…’। ওদিকে চুপ থাকেননি নেটিজেনরাও। তাঁর বাবার সম্মানে বলেছেন, ‘আজ ৫১ বছর পার করে বুঝতে পারি, মেলাতে পারি অনেক সূতো | কী অপরিসীম প্রতিভা ছিল মানুষগুলোর ….. আপাদমস্তক সৎ এবং original প্রতিভা | জ্যেঠুর লম্বকর্ন পালা মনে পরে | আমাদের বাড়িতে বসে দিনের পর দিন বাবা সহ চলত গান তৈরী এবং মহরা। আমি বসে কাপাকাস বাজাতাম ……. আজকাল সেই দিনগুলো খুব মনে পরে | কি নিষ্পাপ ছিল চারপাশটা |’

দেবপ্রতিম দাশগুপ্ত-এর পোস্টটি পড়ুন এখানে-

https://www.facebook.com/share/p/t6bKeW5KPnjddFno/?mibextid=oFDknk