মমতার মন্তব্য ‘হৃদয়হীন’! এমনই কড়া প্রতিক্রিয়া কবীর সুমনের (Kabir Suman)৷ আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় কেটে গিয়েছে গোটা একটা মাস। সময় যত এগোচ্ছে রাজ্যবাসীর প্রতিবাদও সঙ্ঘবদ্ধ হচ্ছে পায়ে পা মিলিয়ে। তবে এই প্রসঙ্গে গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী প্রতিবাদ ছেড়ে উৎসবে ফেরার কথা বলেন। আর সেই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে জোর বিতর্ক। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনায় মুখর রাজ্যবাসী। এবার সেই তালিকায় কবীর সুমনও।
আর জি কর হাসপাতালে ঘটা নারকীয় অত্যাচার, খুন এবং ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজ্যবাসী। তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিদিন রাস্তায় নামছেন শয়ে শয়ে মানুষ। এই পরিস্থিতিতে, সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, ‘১ মাস হয়ে গিয়েছে, এবার উৎসবে ফিরুন’। মুখ্যমন্ত্রীর করা এই বক্তব্যকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে নেট মাধ্যমে। সাধারণ জনতা থেকে শুরু করে বহু অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের মধ্যে এদিন ধিক্কার ধ্বনি শোনা যায়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করেছেন। ভাইরাল সেইসব পোষ্টের মধ্যেই রয়েছে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সাথী কবির সুমনের পোস্টও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কবির সুমনের পোস্টটি নজর কেড়েছে নেট নাগরিকদের। এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার উক্তিটিকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রথম থেকেই তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এসেছেন। রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন এ কথা তিনি স্বীকার করেন। মুখ্যমন্ত্রীর কাছে তিনি অনেকভাবেই কৃতজ্ঞ। তবে দলের অন্দরে যে সব ভুল কাজ হয় সেগুলি সম্পর্কে অভিহিত তিনি। এদিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, উৎসবে ফিরুন একথা মুখ্যমন্ত্রীর কখনওই বলা ঠিক হয়নি। বাংলায় অভয়ার বিচারের জন্য যে নিদারুণ আন্দোলন চলছে তা জানা সত্ত্বেও তিনি এ কথা কীভাবে বললেন?
একইভাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি বলেন, যাঁরা অভয়ের বিচারের জন্য রাস্তায় নামছেন আবার একইভাবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কে চটিপিসি, চটি বুড়ি বলে সম্বোধন করছেন তাদের তিনি একেবারেই সমর্থন করেন না বরং তিনি এসবের ঘোড় বিরোধী। এদিন এক জোটে সিপিআইএম এবং বিজেপিকে নিশানা করেন সুমন। সবশেষে তিনি জানান, ‘উৎসবে ফিরুন’ এই উক্তি হৃদয়হীন এবং অন্যায়।