Independence Day 2024: প্রধানমন্ত্রীর অতিথি রাজ্যের দুই পড়ুয়া, অনন্য সম্মান স্বাধীনতা দিবসে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Independence Day 2024: প্রধানমন্ত্রীর(PM) বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মুর্শিদাবাদের(Murshidabad) দুই পড়ুয়া। মোদীর নজরে বাংলার প্রতিভা। স্বাধীনতা দিবসে(Independence day 2024) বিশেষ আমন্ত্রণ লাল কেল্লায়। তাঁদের পাশাপাশি দরিদ্র, নারী, যুবক ও কৃষকদের হাত ধরে পালিত হবে ভারতের 78তম স্বাধীনতা দিবস(Independence Day 2024)। 15 অগস্টে স্বাধীনতার উদযাপনে দিল্লির লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর( PM Narendra Modi) আমন্ত্রিত তাঁরাও।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের রানী ধান্য কুমারী কলেজের দুই পড়ুয়া। স্বাধীনতা দিবসের(Independence Day 2024) অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি হিসেবে, যুব বিষয়ক মন্ত্রনালয় রিম্পি বিশ্বাস ও আয়েশ শেখকে আমন্ত্রণ জানানো হয়েছে। পলিটিকাল সায়েন্সের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী রিম্পি বিশ্বাস এবং ভূগোলের চতুর্থ সেমিস্টারের ছাত্র আয়েশ সেখ, মুলত এনএসএস-এর সঙ্গে জড়িত।

সমাজসেবামূলক কাজে জড়িত আয়েশ ও রিম্পি

জানা গিয়েছে, আয়েশ এবং রিম্পি উভয়েই বাগদাহার গ্রামে ‘মেরি মিত্তি মেরি দেশ’ অনুষ্ঠানের যৌথ কো-অর্ডিনেটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই উদ্যোগে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মাটির নমুনা সংগ্রহ করে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। অমৃত ভাটিকা নামে পরিচিত আরডিকে কলেজ প্রাঙ্গণে বাগানের গঠনেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় লেডিস হোস্টেলে আরজি কর আতঙ্ক! রাতের আঁধারে কী হল

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, ইংরেজির সহকারী অধ্যাপক এবং আরডিকে কলের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) ইউনিটের প্রোগ্রাম অফিসার শুভজিৎ ডিএওয়াই দাস বলেছেন, এনএসএস ইউনিটের কর্মক্ষমতা এবং অনন্যতা মূল্যায়ন করার পরে, আঞ্চলিক পরিচালক রাজ্যের 11টি কলেজ 16 জন পড়ুয়াকে নির্বাচন করেছেন। তাদের মধ্যে রয়েছে আমাদের কলেজও। মুর্শিদাবাদ থেকে একমাত্র আমাদের কলেজের পড়ুয়ারাই আমন্ত্রণ পেয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার নয়াদিল্লির লাল কেল্লার অনুষ্ঠানে আয়েশ ও রিম্পিদের প্রায় 400 ছেলে এবং 200 মেয়ে উপস্থিত থাকবেন। 15 অগস্ট টানা 11 তম বারের মতো লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। পণ্ডিত জওহরলাল নেহরুর পর তিনিই হবেন প্রথম প্রধানমন্ত্রী যিনি এই কৃতিত্ব অর্জন করবেন। সূত্রের খবর অনুযায়ী, তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারের অগ্রাধিকারগুলি দর্শকদের সামনে তুলে ধরবেন এবং ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য একটি রোডম্যাপও উপস্থাপন করবেন।

উন্নত ভারতের চার পিলার দরিদ্র, নারী, যুবক ও কৃষক

এই অনুষ্ঠানে, উন্নত ভারতের চার পিলার হিসাবে দরিদ্র, নারী, যুবক ও কৃষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র বলছে, এই অতিথিদের 11টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ, যুব বিষয়ক এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকগুলিকে যথাক্রমে কৃষক, যুব ও মহিলাদের আমন্ত্রণ জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পঞ্চায়েতি রাজ এবং গ্রামোন্নয়ন, আদিবাসী বিষয়ক, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রকও অতিথি তালিকা তৈরি করেছে। নীতি আয়োগও অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে। প্যারিস অলিম্পিক 2024-এর ভারতীয় দলকেও স্বাধীনতা দিবস উদযাপনে আমন্ত্রণ জানানো হবে বলে আশা করা হচ্ছে। এই কর্মসূচিতে 18,000 এরও বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।