Income Tax Raid: ভোটের আবহে আয়করের হানায় উদ্ধার টাকার পাহাড়

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ভোটের আবহে আয়করের হানায় উদ্ধার টাকার পাহাড় ! বুধবার রাত থেকেই আয়কর দফতরের আধিকারিকরা (Income Tax Raid) একাধিক জায়গায় হানা দিয়েছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার তিনটি বিজ্ঞাপন সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা।

কোথায় Income Tax Raid হয়েছে?

সূত্রের খবর, বুধবার রাত থেকে শুরু হপ্যা আয়কর হানায় আয়কর দফতরের সঙ্গে রয়েছে ইডিও। ধর্মতলা সহ একাধিক জায়গায় মূলত ব্যবসায়ীদের অফিস ও বাড়িতে চলছে তল্লাশি।

আরও পড়ুন-

ব্যাংক একাউন্টে সবসময় থাকবে লক্ষ লক্ষ টাকা

Income Tax Raid থেকে কত টাকা উদ্ধার হয়েছে?

এসপ্ল্যানেডের একটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা ও অন্য একটি জায়গা থেকে আরও ৫০ লক্ষ নগদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। দেশে লোকসভা নির্বাচন চলছে। এই পরিস্থিতিতে একসঙ্গে অধিক নগদ অর্থ কাছে থাকার বিষয়ে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। এই পরিস্থিতিতে এত নগদ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।