Midnapore: ‘হ্যাটস অফ বাবা’, পদত্যাগের পর অখিলের ছেলে সুপ্রকাশের ফেসবুক পোষ্ট

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

পূর্ব মেদিনীপুরের(Midnapore) তাজপুরে দোকান উচ্ছেদ করতে গিয়ে মহিলা ফরেস্ট অফিসার মনীষা সাউকে হুঁশিয়ারি দিয়ে রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি(Akhil Giri)। তাজপুর সমুদ্র সংলগ্ন জায়গায় দোকান উচ্ছেদ করতে গিয়েছিলেন ওই মহিলা ফরেস্ট অফিসার। জানা যায়, তিনি রাতের অন্ধকারে ওই দোকান উচ্ছেদ করতে যান। আর তখনই ১০০ থেকে ১৫০ মানুষ তার কাছে গেলে তিনি বলেন তার কাজে বাধা দেওয়া হচ্ছে।

এই খবর পেয়েই পূর্ব মেদিনীপুরের(Midnapore) রামনগরের বিধায়ক অখিল গিরি সেই জায়গায় উপস্থিত হন। ওই মহিলা ফরেস্ট অফিসারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনার আয়ু আর ৭-৮ দিন.. বেশি বাড়াবাড়ি করবেন না। ফরেস্ট ডিপার্টমেন্টে কত দুর্নীতি হয় সব জানি.. বিধানসভায় ফাঁস করে দেব। আপনি চিনেন না আমাকে।’ আর এই ঘটনা ঘটার পরেই রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়।

আরও পড়ুনঃ ১ জিবির দামে ২.৫ জিবি ডেটা, বিএসএনএল কে টেক্কা দেবে জিও

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পূর্ব মেদিনীপুরের(Midnapore) রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি পদত্যাগ পত্র পাঠাতেই অখিলের পুত্র সুপ্রকাশ গিরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবার জন্য গর্ববোধ করছেন বলে জানান। সুপ্রকাশ গিরি ফেসবুক পোস্টে লিখেছেন, “যাক অন্তত দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে বরখাস্ত হতে হয়নি, সাসপেন্ড হতে হয়নি বা ইস্তফা দিতে হয়নি। গরিব দলিত মানুষগুলোর হয়ে লড়াই করতে গিয়ে জিততে পারোনি, হেরে গেছো।”
https://www.facebook.com/share/p/KmWRwNrTecnLQtw5/?mibextid=oFDknk

অখিল পুত্র সুপ্রকাশ ফেসবুকে বাবার উদ্দেশ্যে লিখেছেন, “মাথা উঁচু করে পদত্যাগ করেছ। Hats off.. বাবা”। স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে সঙ্গে সঙ্গে পদত্যাগের নির্দেশ দেওয়ায়। কারণ তিনি বন দপ্তরের দুর্নীতির কথা বিধানসভায় ফাঁস করবেন বলে জানিয়েছিলেন। অনেকেই মনে করছেন, সেই বিষয়টিও একটি কারণ হতে পারে। তবে কারণ যাই হোক না কেন, অখিল গিরি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেও পরিষ্কার জানিয়ে দেন, তিনি ওই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইবেন না। কারণ ওই মহিলা অফিসার এলাকায় মানুষের সঙ্গে যথেষ্ট বাজে ব্যবহার করেন।