রেল দুর্ঘটনা(Train Accident) যেন আর থামতেই চাইছে না। একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার মালদহের কুমেদপুর জংশন এর কাছে মাল গাড়ির(Goods Train) পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার খবর মিলেছে। এই খবর পেয়ে কাটিহার ডিভিশনের রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। মালদহের(Malda) হবিবপুরের বিডিও অংশুমান দত্তও ঘটনাস্থলে গিয়েছেন।
ডাউন লাইনে রয়েছে মালগাড়িটি। তড়িঘড়ি মালগাড়ির বগি সরানোর কাজ শুরু করা হয়েছে। কারণ বিপজ্জনক ভাবে মালগাড়ির বগিগুলি হেলে গিয়েছে। রেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে, নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল ওই মালগাড়ি। মাঝখানে মালদহের কুমেদপুর জংশন এর কাছেই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
রেলের তরফে ওই মালগাড়ির বগিগুলিকে ডাউন লাইন থেকে সরানোর কাজ শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ মালগাড়িটিকে প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিউ জলপাইগুড়িতে ওই ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে। এখনো পর্যন্ত রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায়(Train Accident) ট্রেন চলাচলের উপর ওই রুটে যথেষ্ট প্রভাব পড়েছে। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত সামসি স্টেশন এক ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষায় ছিল।
আরও পড়ুনঃ এক বছরে ১০ লক্ষ টাকা জলে! এগরায় তীব্র বিতর্ক
এর আগে পরপর দুর্ঘটনাগ্রস্ত(Train Accident) হয়েছে যাত্রীবাহী ট্রেন। তার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ জখম হয়েছেন। কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে এর পরেই সুরক্ষার জন্য কবচ লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বাজেটে রেলওয়ে ট্র্যাকের সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যখন রেলওয়ে মন্ত্রকের তরফে এই ধরনের উদ্যোগ শুরু হয়েছে, ঠিক তার মধ্যেই আবার উত্তরবঙ্গের মালদহের কাছেই দেখা গেল, একটি মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হলো। আর এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা হতে পারে বলে জানা যাচ্ছে। কারণ, আটকে যেতে পারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনসহ আরো বহু ট্রেন। তবে দ্রুত গতিতে রেলের তরফে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে।