বিক্রম ব্যানার্জী: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে(WB Recruitment Scam) ইডির দাখিল করা মামলায় জামিন পেলেন পদ খোয়ানো তৃণমূল নেতা কুন্তল ঘোষ(Kuntal Ghosh)। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ রায়ের নির্দেশে 10 লাখ টাকার শর্তসাপেক্ষ বন্ডে জামিন দেওয়া হয় এই তৃণমূল বহিষ্কৃত নেতাকে(Kuntal Ghosh)। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর হয়নি কুন্তলের(Kuntal Ghosh)।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে মুক্তি দিলেও বেশ কিছু শর্তের ঘেরাটোপে কুন্তলকে বেঁধে রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষ রায়। কলকাতা হাইকোর্টের শর্ত অনুযায়ী, নিম্ন আদালতে শুনানির সময়ে তাকে হাজির থাকতে হবে। আদালতে জমা করতে হবে তার ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল পাসপোর্ট-ভিসা।
তাকে মনে রাখতে হবে তিনি শুধু ইডির মামলায় জামিন পেয়েছেন। কাজেই সিবিআইয়ের মামলায় আটকে থাকা অবস্থায় নিজের চালু মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না। পাশাপাশি বর্তমান নম্বরটি আদালতে জমা করতে হবে তাকে। সেই সাথে আদালতে উপস্থিত হবেন এমন কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না
উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2023 সালের 21 জানুয়ারি রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল নেতার 2টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশির পরই কুন্তলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও জাল প্রমাণ পত্র। তারপরই কুন্তলকে তাকে করেন ইডি আধিকারিকরা।
প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি চাকরিপ্রার্থীদের সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন। কুন্তলের বিরুদ্ধে মোট 19 কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়াও সু প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাপস মন্ডলের সাথেও তার যোগ ছিল বলে জানা যায়। সম্প্রতি জেলবন্দি থাকাকালীন তদন্তকারীদের বিরুদ্ধে তার ওপর চাপ দেওয়ার অভিযোগ তোলেন কুন্তল। তবে আদালতে তা ধোপে টেকেনি।