বিক্রম ব্যানার্জী: 2025 উচ্চ মাধ্যমিক(HS Exam 2025) শিক্ষার্থীদের জন্য সুখবর! আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়(HS Exam 2025) বসার জন্য অনলাইন মাধ্যমে পড়ুয়াদের নাম নথিভুক্ত করার সময়সীমা বাড়াল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, চলতি মাসের 21 তারিখের মধ্যে অনলাইনে পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করতে হবে।
2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার আগে নাম নথিভূক্তকরণ প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পূর্ণ করতে হবে পড়ুয়াদের। মূলত পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in-এ গিয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তিটি দেখার পর 21 ডিসেম্বরের মধ্যে অনলাইনে এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে শিক্ষার্থীদের।
আসন্ন 2025 উচ্চ মাধ্যমিক তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে প্রথমেই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পড়ুয়াদের। এরপরই সামনে আসা হোম পেজটিতে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে নাম নথিভূক্ত করার একটি লিঙ্ক খুলবে। সেই লিঙ্কে ক্লিক করেই এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর সাবমিট অপশনে ক্লিক করে দিলেই নাম নথিভূক্তকরণ প্রক্রিয়া শেষ হবে। সবশেষে কনফরমেশন পেজের একটি পিডিএফ ডাউনলোড করে তার একটি প্রিন্টেড কপি সঙ্গে রাখুন।
উল্লেখ্য, 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাসে একাধিক বদল এনেছে পর্ষদ। জানা যাচ্ছে, মূলত ভাষা, বাণিজ্য এবং কলা বিভাগের বেশ কিছু বিষয়ের সিলেবাস সংস্করণ হয়েছে। অন্যদিকে বিজ্ঞান বিষয়ক সিলেবাসে বদল এসেছে স্ট্যাটিস্টিক ও বায়োলজিক্যাল সাইন্সে। সূত্রের খবর, প্রায় প্রতিটি বিভাগের সিলেবাসেই অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ অংশগুলি বাদ দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছে শিক্ষা সংসদ।
আরও পড়ুন: পুরনো সৈনিক হারালো ভারত, আন্তর্জাতিক ক্রিকেটকে আলভিদা জানালেন রবিচন্দ্রন অশ্বিন