জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHA) দূর্গাপুর(Durgapur) এক্সপ্রেসওয়ের কাজ চালাচ্ছে জোর কদমে। দুর্গাপুর(Durgapur) সহ বিভিন্ন এলাকার যাতায়াতের অন্যতম প্রধান সড়ক হল এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই রাস্তা দিয়ে প্রতিদিন অজস্র গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই দুর্গাপুর(Durgapur) এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজ শুরু করে।
পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬ লেন তৈরির কাজ শুরু হয়। এই কাজ সম্পন্ন হওয়ার কথা চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ। কিন্তু এখনো পর্যন্ত কাজের যে গতি তাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ৬ লেনের কাজ সম্পন্ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তার কারণ, বিভিন্ন জায়গায় বাসিন্দাদের একাধিক দাবি দাওয়া রয়েছে। পাশাপাশি জমি-জট এই পানাগড় থেকে পালসিট সড়কের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পানাগড়- পালসিট সড়ক ৬৭.৫ কিলোমিটার। এতে ৩২ টি উড়ালপুল এবং আন্ডারপাস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ চলছে তীব্র গতিতে। তবে এর মধ্যে প্রশাসন আবার ১৬ টি আন্ডারপাস সংযোগ করে। ফলে কাজের সময়সীমা স্বাভাবিকভাবেই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আশা করা হয়েছিল চলতি বছর সেপ্টেম্বর মাস নাগাদ অর্থাৎ পুজোর আগেই পানাগড়- পালসিট ৬ লেন সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে।
আরও পড়ুনঃ জমির মিউটেশন এবার ৩০ দিনে, পাট্টা পাবে ১ হাজারের বেশি পরিবার
কিন্তু গলসির ভাসাপুর, মধুরাপুর এবং বর্ধমানের শক্তিগর এবং তেজগঞ্জের আমড়া এলাকার বাসিন্দাদের বহু দাবী দাওয়া এবং জমি জটের কারণে পানাগড়- পালসিট ৬ লেন সড়কের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। এই সমস্যা মেটানোর চেষ্টায় প্রশাসন। তবে কবে নাগাদ এই সমস্যা মিটবে তা এখনো হলফ করে বলা সম্ভব নয়। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই কাজ শেষ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।