Durga Puja 2024: মাস পেরোলেই দেবীর(Devi) আগমন। গোটা একটা বছর যেই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকে আপামর বাঙালি সেই দিন আর খুব একটা বেশি দূরে নয়। অক্টোবরের 2 তারিখ মহালয়া(Mohalaya)। তারপরই মাতৃ পক্ষের আগমন। 9 অক্টোবর মহাষষ্ঠী পড়লেও দেবীর আগমন কিন্তু সপ্তমীতেই। আর তা নিয়েই কপালে চিন্তার ভাঁজ বঙ্গবাসীর। শাস্ত্র অনুযায়ী, দেবীর আগমন এবং গমনের উপর নির্ভর করে সমগ্র বিশ্ব পরিস্থিতি। কাজেই মর্ত্যে মহামায়ার আগমন ও গমন কীসে এবং তা কতটা শুভ জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কোন বাহনে মর্ত্যে আসছেন দেবী দুর্গা(Durga Puja)?
শাস্ত্র অনুসারে, সপ্তাহের বার অনুযায়ী ঠিক হয় দেবীর বাহন। পঞ্জিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর মহাষষ্ঠী 9 অক্টোবর অর্থাৎ বুধবার। অন্যদিকে সপ্তমী পড়েছে 10 অক্টোবর বৃহস্পতিবার আর এই দিনই মনুষ্য জগতে পা রাখবেন মহামায়া দেবী দুর্গা। কিন্তু কোন বাহনে আসবেন তিনি? যেহেতু সপ্তাহের বার অনুযায়ী দেবী দুর্গার আগমন কীসে হবে তা ঠিক হয়, কাজেই এবারেও সেই নিয়মের অন্যথা হবে না। 10 অক্টোবর বৃহস্পতিবারের সপ্তমীতে দেবী দুর্গার আগমন ঘটবে দোলায়। নবমী পেরিয়ে দশমীর দিন রবিবার পড়েছে ফলে মা কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে চেপে।
দেবীর দোলায় আগমন কি অশুভ?
হিন্দু শাস্ত্রমতে, দেবীর দোলায় আগমন অশুভ শক্তি বয়ে নিয়ে আসতে পারে। “দোলায়ং মকরং ভবৎ” অর্থাৎ দোলায় দেবীর আগমন মানেই ভূমিকম্প, খরা ও যুদ্ধের পরিস্থিতি। শাস্ত্রবিদদের মতে, জগৎ জননী দেবী দুর্গার দোলায় আগমনে প্রাণহানির আশঙ্কা রয়েছে। যতবার দেবী দোলা এসেছেন কোনও না কোনও বিপদের সম্মুখীন হয়েছে সাধারণ মানুষকে। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ফলে উৎসবের আগে একপ্রকার ভয়েই দিন কাটছে বাঙালির। অনেকেই আবার মনে করছেন, মায়ের আগমন কখনওই অশুভ হতে পারে না।
দেবীর হাতিতে গমন কীসের ইঙ্গিত?
আগমন দোলায় হলেও সবচেয়ে উৎকৃষ্টতম বাহন হাতিতে চেপে কৈলাসে যাবেন দুর্গা। যা মর্ত্য লোকের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। দেবী দুর্গার গমন হাতিতে হলে সুখ সমৃদ্ধির পাশাপাশি সংসারে আর্থিক স্বচ্ছলতা আসে। দুঃখ দুর্দশা দূর হয় সকল ভক্তের। পারিবারিক কলহ মিটে যায় নিমিষেই। একই সঙ্গে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির মতো পরিস্থিতি থেকে মুক্তি মেলে। কাজেই দেবীর আগমন স্বস্তিদায়ক না হলেও যাওয়ার আগে ভক্তদের উপর কৃপা দৃষ্টি বর্ষিত হবে দুর্গার।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৭/৯/২০২৪
প্রসঙ্গত, গজ বা হাতি এবং পালকি বা দোলা ছাড়াও ঘোড়া ও নৌকাতেও আগমন এবং গমন করেন দশভূজা। জানিয়ে রাখা ভাল, সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হয় ঘোড়া। অন্যদিকে বুধে সপ্তমী এবং রবি অথবা সোমবার দশমী পড়লে দেবীর আগমন ও গমন ঘটে নৌকায়।