Durga Puja: এবার পুজোয় সব চমক ছাপিয়ে যাবে, সন্তোষ মিত্রে হচ্ছে বড় কিছু

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। সারা বছর ব্যস্ততার মধ্যে আপামর বাঙালি অপেক্ষা করে তাকিয়ে থাকে কবে আসবে দুর্গাপুজো। পুজো মানেই প্যান্ডেল হপিং থেকে শুরু করে দেদার খাওয়া দাওয়া, কেনাকাটা থেকে শুরু করে ঘুরতে যাওয়া, বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো (Durga Puja) এখন আর শুধু কোনো একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই দিকে লক্ষ্য রেখে কলকাতার বড় বড় ক্লাবগুলি তাদের পুজোর থিম তৈরি করে দর্শক টানার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।

আগের বছর দুর্গাপুজোর থিম তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার। একেবারে রাম মন্দিরের আদলে মন্ডপ তৈরি করে দেশ জুড়ে ঝড় তুলে দিয়েছিল মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার(Santosh Mitra Square) পুজো কমিটি। এই বছর তাদের পূজোর নতুন থিম, মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার।

গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহালয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত ওই মন্ডপ দেখতে এতটাই দর্শকদের ভিড় হয়েছিল যে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয়। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো কমিটির প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ।

আরও পড়ুনঃ দূর্গা পুজোর শুরু কবে? মহালয়া পড়ছে কবে?

এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পূজোর থিম হল, লাস ভেগাসের দ‍্য স্ফিয়ার (Las Vegas The Sphier) এই স্ফিয়ার বা গোলোকের গায়ে নানা রকম ছবি এবং আলোর খেলা দেখা যাবে। তার ভিতরে সায়েন্স সিটির Space Odesy-র মত 11D Movie দেখতে পাওয়া যাবে। দুর্গার কাহিনী এবং মহিমা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়া পেজে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, যেখানে তোমাদের ভাবনা শেষ, সেখানে আমাদের ভাবনা শুরু, দেখাবে লেবুতলা, চমকাবে বাংলা।